Shah Rukh Khan: ব্যাকগ্রাউন্ডে 'ওম শান্তি ওম'-এর গান, বুর্জ খালিফায় ফের শাহরুখ

আজকাল ওয়েবডেস্ক: আলোকিত দুবাইয়ের রাস্তায় উপচে পড়ছে ভক্তদের ভিড়।

বুধবার সন্ধেয় বুর্জ খালিফার সামনে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। কারণ, বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে তখন ফুটে উঠেছে কিং খানের ছবি। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'ওম শান্তি ওম'-এর গান। ব্যস! ভক্তরাও কি আর চুপ করে থাকতে পারেন! সেই উচ্ছ্বাসের জোয়ার রীতিমতো চোখে পড়ার মতো। 

 

দুবাইয়ের সবচেয়ে বড় ও নামী সংস্থা বুর্জিল হোল্ডিংসের বিজ্ঞাপনে দেখা গিয়েছে শাহরুখকে। এই সংস্থার অধীনে ৩৯টি হাসপাতাল, বহু মেডিক্যাল সেন্টার রয়েছে। সংস্থার দীর্ঘ পথচলার কাহিনি শোনা গিয়েছে কিং খানের কণ্ঠে। অন্যদিক সংস্থার বিজ্ঞাপনে শাহরুখকে পেয়ে অত্যন্ত খুশি মালিক। অভিনেতার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, এর আগে বহুবার বুর্জ খালিফায় দেখা গেছে শাহরুখের ছবি। কিং খানের জন্মদিনে তাঁকে বিশেষ সম্মান জানাতেও ফুটে উঠেছিল ছবি। একমাস পরেই শাহরুখের জন্মদিন। তার আগেই দুবাইয়ের সঙ্গে শাহরুখের সুসম্পর্কের সাক্ষী থাকলেন সকলে। 

আকর্ষণীয় খবর