Don 3: 'ডন ৩'-এ বড় চমক, এবার অমিতাভ-শাহরুখের পাশাপাশি থাকছেন রণবীর সিংও!

আজকাল ওয়েবডেস্ক: কেটে গেছে এক দশক।

অথচ বড়পর্দায় 'ডন'-এর দেখা নেই। যার জন্য রীতিমতো মুখিয়ে দর্শকেরা। উন্মাদনা এতটাই, সোশ্যাল মিডিয়ায় 'ডন ৩' বানানোর জন্য দাবিও জানিয়েছেন সিনেমাপ্রেমীরা। বি টাউন সূত্রে খবর, ভক্তদের চাহিদা মেটাতেই 'ডন ৩'-এর চিত্রনাট্য লিখতে শুরু করেছেন ফারহান আখতার। দুই প্রজন্মের 'ডন'-এর উপস্থিতি ছাড়াও আরও বড় চমক নিয়ে হাজির হতে চাইছেন ফারহান। 

টিনসেল টাউনের গুঞ্জন, দুই প্রজন্মের দুই 'ডন'-এর পাশাপাশি আগামী প্রজন্মের 'ডন'-এর আত্মপ্রকাশ ঘটতে দেখা যাবে সিনেমায়। এই আগামী প্রজন্মের 'ডন'-এর চরিত্রে রণবীর সিংয়ের ক্যামিও রোল থাকবে। অর্থাৎ অমিতাভ-শাহরুখের পাশাপাশি পরবর্তী 'ডন' রণবীরের সঙ্গে পরিচিতি ঘটবে দর্শকদের। 

সূত্রের খবর, শাহরুখের সঙ্গে ইতিমধ্যেই সিনেমা ঘিরে কথাবার্তা এগিয়েছে ফারহানের। চিত্রনাট্যে আরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বলিউডের বাদশা। এরপরই তিনি চুক্তি স্বাক্ষর করবেন। যদিও এই বিষয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন ফারহান। কিন্তু পরিচালকের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। 

আকর্ষণীয় খবর