সঙ্কর্ষণ বন্দ্যোপাধ্যায়: প্রায় পাঁচ বছর পর আবার ছোট পর্দায় ফিরলেন সীমা বিশ্বাস। সুরজ বরজাতিয়ার পরিচালনায় ‘দাদি আম্মা... দাদি আম্মা মান যাও’ ধারাবাহিকে। শেখর কাপুরের পরিচালনায় ‘দ্য ব্যান্ডিড কুইন’ ছবিতে ফুলনদেবীর ভূমিকায় অভিনয় করে আসামের এই থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী পরিচিত হয়ে ওঠেন। পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। এছাড়াও অভিনয় করেছেন দীপা মেহতার ‘ওয়াটার’, ‘হাজার চৌরাশি কি মা’, ‘ভূত’, ‘বিবাহ’ ইত্যাদি ছবিতে। তাঁর শেষ ছোটপর্দায় অভিনয় ছিল ২০১৯-এ ‘লীলা’ ধারাবাহিকে।
দুই প্রজন্মের স্নেহ-ভালবাসার গল্প নিয়ে সূরজ বরজাতিয়ার এই ধারাবাহিকের গল্প। প্রযোজনায় আছে তাঁরই প্রযোজনা সংস্থা রাজশ্রী প্রোডাকসন্স।
১৯৮৯-তে সলমন খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি পরিচালনার মধ্যে দিয়ে সরজ বরজাতিয়ার পরিচিতি। তারপর একে একে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’ বা ‘বিবাহ’। তাঁর সব শেষ ছবি সলমন খানেরই ‘প্রেম রতন ধন পায়ো’। তাঁর সব ছবিই কম বেশি বাণিজ্যিক সাফল্য পেয়েছে।
দাদু-ঠাকুমার সঙ্গে নাতি-নাতনিদের ভালোবাসার সম্পর্ক চিরদিনই মধুর। তবে, নতুন প্রজন্মের জীবন যাত্রায় এই সম্পর্ক কখনও সখনও এগিয়ে চলার পথে খেই হারাচ্ছে। এই বিষয়কেই ধারাবাহিকে আনছেন সুরজ। সীমা বিশ্বাস ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন মোহন যোশি , শীন দাস, অনঙ্গ ভোঁসলে প্রমুখ। দুই প্রজন্মের গল্প বলতে গিয়ে স্মৃতিমেদূর প্রযোজক ও পরিচালকের মনে পড়ে যাচ্ছে তাঁর বড় ছেলে দিব্যাংশের সঙ্গে দাদুর ভালোবাসার সম্পর্কের কথা। ধারাবাহিকটি আসছে স্টার প্লাস চ্যানেলে।