Bollywood: কলকাতার ফুচকা আর চা লা-জবাব, ‘জরা হটকে জরা বাচকে’র প্রচারে জানালেন সারা

নিজস্ব সংবাদদাতা: কলকাতায় সারা আলি খান। উত্তেজনায় টগবগিয়ে ফুটেছে কল্লোলিনী। শর্মিলা ঠাকুরের নাতনি শহরের রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছেন! মাটির ভাঁড়ে কড়া মিষ্টি দেওয়া চা-ও খেয়েছেন তারিয়ে তারিয়ে। আর দরাজ গলায় শংসাপত্র দিয়েছেন, কলকাতার ফুচকা আর চা লা-জবাব! শুনেই আহ্লাদে আটখানা শহরের অনুরাগীরা। সারা টক জল দেওয়া ফুচকা খাচ্ছেন? নাকি টকজল ছাড়াই? ক’টা ফুচকা খেলেন? ভক্তদের কৌতূহল চরমে।

আজকাল ডট ইন সাক্ষী, সারা বেশ কয়েকটি ফুচকা খেয়ে তৃপ্তির হাসি হেসেছেন।

টিয়া সবুজ কামিজে অজস্র রানি ফুলের ঝাড়। বুকের কাছে জরির সিক্যুইন কাজ। সঙ্গে প্যারালাল। চুল ক্লিপ দিয়ে আটকানো। কানে কানবালি। এই সাজেই সারা মাতিয়ে দিয়েছেন শহর। লক্ষ্মী উটেকরের ‘জরা হটকে জরা বাচকে’ ছবিতে নায়িকার ভূমিকায় তিনি। বিপরীতে ভিকি কৌশল। ২ জুন মুক্তি পাবে ছবিটি।

তারই প্রচারে শহরে নায়িকা। রোম্যান্টিক কমেডি ছবিতে প্রথম জুটি বাঁধলেন ভিকি-সারা। ইতিমধ্যেই ছবির গান, ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছে।

ছবির প্রচারের মধ্যেই সারা পৌঁছে গিয়েছিলেন কাঁকুড়গাছিতে। সেখানে দেশের প্রথম সারির গয়না বিপণির উদ্বোধন করেন তিনি। এই বিপণির মুম্বই শাখায় তৈরি গয়নার সঙ্গে পরিচিত তিনি। বিপণির মুখ সারা জানান, এঁদের অলঙ্কার যে কোনও নারীর অহঙ্কার।

ছবি সৌজন্যে: সুপ্রিয় নাগ

আকর্ষণীয় খবর