আজকাল ওয়েবডেস্ক: সিনেমার সেট নাকি হাতে আঁকা ছবি, তাঁর পরিচালিত ছবি দেখলে গুলিয়ে যায় মানুষের। শুধু পরিচালনা নয়, সিনেমার জন্য মানানসই গান, সুর তৈরিতেও তিনি সিদ্ধহস্ত। তিনি পরিচালক সঞ্জয় লীলা বনশালী। ৫৮ বছরে পা দিয়েই 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র শ্যুটিংয়ের তারিখ ঘোষণা করলেন পরিচালক। কানাঘুষো শোনা যাচ্ছিল, দীপাবলির সময় নাকি মুক্তি পাবে এই সিনেমা। কিন্তু জন্মদিনে ফ্যানেদের রীতিমতো সারপ্রাইজ দিলেন সঞ্জয় লীলা বনশালী। নিজেই ঘোষণা করলেন এবছর ৩০ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। আজ সন্ধেতেই রিলিজ করা হবে এর টিজার।
২০১৯ সাল থেকেই জোরকদমে চলছিল এর প্রস্তুতি। লকডাউনের জেরে থেমে গেলেও, ফের শ্যুটিং ফ্লোরে ফেরেন 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র টিম। হুসেন জাইদির 'মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। যৌনকর্মী হিসেবে শুরুটা হলেও, পরবর্তীতে মাফিয়া বস হয়ে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডে দাপট দেখাতেন গাঙ্গুবাই। গাঙ্গুবাইয়ের বিভিন্ন বয়সের রূপেই বড়পর্দায় আলিয়া ভাটকে দেখা যাবে। বহু প্রতীক্ষিত এই সিনেমায় আলিয়ার অভিনয় দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শকরা।