Richa-Ali: সঙ্গীত থেকে গায়ে হলুদ, জমজমাট রিচা-আলির প্রাক-বিবাহ অনুষ্ঠান

আজকাল ওয়েবডেস্ক: প্রায় এক দশকের প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে।

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। ৬ অক্টোবর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী রিচা চাড্ডা ও আলি ফজল। ইতিমধ্যেই তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে তাঁদের সঙ্গীত, মেহেন্দি, ও গায়ে হলুদের অনুষ্ঠান জমজমাট। 

প্রাক-বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি সদ্য নেট দুনিয়ায় শেয়ার করেছেন রিচা-আলি। 'মহব্বত মুবারক' ক্যাপশনে, একগুচ্ছ ছবিতে ভালবাসা-উদযাপনের মুহূর্ত ধরা পড়েছে। ডিজাইনার রাহুল মিশ্রর পোশাকে রিচা এবং আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পাঞ্জাবিতে সেজেছিলেন আলি। সঙ্গীতের অনুষ্ঠানে হবু দম্পতির নাচের ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। যা দেখে তারকারাও বিবাহের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। 

উল্লেখ্য, ২০১২ সালে ‘ফুকরে’-এর ছবির সেটে প্রথম দেখা। শুটিং চলাকালীন বন্ধুত্ব এবং তারপর প্রেমের সম্পর্ক। প্রায় সাত বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালে বিয়ে করার পরিকল্পনা শুরু করেন। ২০২০ সালেই তাঁদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। কিন্তু অতিমারির কারণে স্থগিত রাখা হয় অনুষ্ঠান। প্রায় দু’বছর পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিচা-আলি। 

আকর্ষণীয় খবর