Fukrey 3: দুষ্টু রিচা চাড্ডা? ‘ফুকরে ৩’ ছবির পোস্টার থেকে বাদ আলি ফজল!

আজকাল ওয়েব ডেস্ক:  বড় পর্দায় ফিরছে কৌতুক ছবি ‘ফুকরে ৩’।

যমনাপাড় থেকে সোজা প্রেক্ষাগৃহে, চলতি বছরের সেপ্টেম্বরেই। অভিনয়ে থাকছেন রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠী, রিচা চাড্ডা, পুলকিত শর্মা ও বরুণ। পোস্টারে নেই আলি ফজল! ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার দুষ্টুমি মাখা বার্তা দিলেন অভিনেত্রী।

‘ফুকরে ৩’ মানেই এক ঝাঁক তরুণের অতি সহজে জীবন কাটানোর, সফল হওয়ার নানা রকম ফন্দি। আগের দুটো ছবির থেকেও এই তৃতীয় সিকুয়েল হবে চটকদার। ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার রিচা লিখেছেন, ‘এই বার হবে আরও চু –মৎ– কার।’

 সালে প্রথম ‘ফুকরে ৩’ ছবিটি বলিউডে বেশ সাড়া ফেলে। সেই ছবির সিকুয়েল ‘ফুকরে রিটার্নস’। এবার পরিচালক মৃঘদীপ সিং লাম্বা প্রস্তুত হয়েছেন চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ‘ফুকরে’ দর্শককে উপহার দিতে। তবে ছবিতে থাকছেন না আলি ফজল।

ছবি নিয়ে রিচার মতোই উচ্ছ্বসিত কৌতুক অভিনেতা বরুণ শর্মা। তিনি টুইটে অনুরাগীদের কাছে প্রকাশ করেছেন তাঁর আবেগ। ‘‘এই ছবিতে আমার চরিত্রটি আসলে আমার মতোই। চুচা এই নিয়ে তৃতীয় বারের জন্য আসছে ফুকরে দলের সঙ্গে।’’ এই ছবি আসলে হানি, চুচা, লাল্লি ও লেডি গ্যাঙ্গস্টার ভোলি পাঞ্জাবনের। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক হয় বরুণের।

 

আকর্ষণীয় খবর