Raju Srivastav: দীর্ঘ লড়াই শেষ, ৫৮ বছর বয়সে প্রয়াত অভিনেতা রাজু শ্রীবাস্তব

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ একমাসের লড়াই শেষ হল।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা রাজু শ্রীবাস্তব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। তাঁর পরিবারের তরফে আজ সকালেই দুঃসংবাদ জানানো হয়েছে। 

 

হৃদরোগে আক্রান্ত হয়ে ১০ আগস্ট দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজু। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে ছিলেন দীর্ঘদিন। ১৫ দিন পর তাঁর জ্ঞান ফেরে। ১০ আগস্ট জিমে এক্সারসাইজ করার সময় জ্ঞান হারিয়ে পড়ে যান রাজু। ট্রেডমিলে দৌঁড়তে দৌঁড়তেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে জিম ট্রেনার তাঁকে এইমসে ভর্তি করান। সেই থেকেই জ্ঞান ছিল না। 

চলতি মাসের শুরুতেই এইমসের মেডিক্যাল টিমের তরফে জানানো হয়েছিল, রাজু সুস্থ হয়ে ওঠার জন্য নিজেও চেষ্টা করছেন। হাসপাতালে শুধুমাত্র তাঁর স্ত্রী তাঁকে দেখতে যেতে পারছেন। হাত, পা নাড়াতেও দেখা গেছে তাঁকে। স্ত্রী কথা বলার চেষ্টা করতেই চোখ মেলে তাকিয়েছেন অভিনেতা। সাড়া দিয়েছেন। এমনকী নিজে থেকেই কথা বলার চেষ্টা করেছেন। দিন কয়েক আগেই অভিনেতার মেয়েও জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। এর মাঝেই ছন্দপতন। শোকের ছায়া বলিউডের অন্দরমহলেও। 

আকর্ষণীয় খবর