আজকাল ওয়েবডেস্ক: সাতদিন পর করোনাকে জয় করে স্বাভাবিক ছন্দে ফিরলেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
করোনার তৃতীয় ঢেউয়ে গত সপ্তাহেই একসঙ্গে আক্রান্ত হয়েছিলেন তাঁরা। মৃদু উপসর্গ থাকায় চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তারকা দম্পতি। কোভিড পজিটিভ থাকাকালীন একমাত্র সন্তান যুবানের কাছে যেতে পারেননি তাঁরা। এতদিন সন্তানকে কাছে না পাওয়ায় মনোকষ্টে ছিলেন দু'জনেই। অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পেলেন রাজ-শুভশ্রী। করোনা রিপোর্ট নেগেটিভ আসতেই যুবানকে কোলে নিলেন তাঁরা। দুঃসময় কাটিয়ে অবশেষে চুটিয়ে আনন্দ করার মুহূর্তও ভাগ করে নিয়েছেন যুবানের বাবা-মা।
ইনস্টাগ্রামে যুবানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। ক্যাপশনে একরত্তির উদ্দেশে লিখেছেন, 'চটকে খেয়ে নেব!' অন্যদিকে কোভিড পরবর্তী ক্লান্তি এখনও কাটিয়ে উঠতে পারেননি শুভশ্রী। তবে কোনও অজুহাত না দিয়েই শরীরচর্চায় ডুব দিয়েছেন তিনি।
৪ জানুয়ারি করোনা আক্রান্ত হন তাঁরা। করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছিল তাঁদের। এরপরেই স্থগিত রাখা হয় কলকাতা চলচ্চিত্র উৎসব। অন্যদিকে করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহে আপাতত ৫০ শতাংশ দর্শক আসার অনুমতি থাকায় শুভশ্রী অভিনীত ছবি 'ধর্মযুদ্ধ'ও স্থগিত রাখা হয়।
আরও পড়ুন: করোনার সঙ্গে নিউমোনিয়াও, কেমন আছেন লতা মঙ্গেশকর? জানালেন ডাক্তাররা
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Arpita Mukherjee: সংশোধনাগারে বিন্দাস মুডে অর্পিতা, করছেন আমিষ পদের আবদার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা