আজকাল ওয়েবডেস্ক: মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া।
মধ্যরাতে পোস্ট করে জানালেন ‘দেশি গার্ল’। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমরা খুব খুশি। সারোগেসির মাধ্যমে আমাদের সন্তানকে স্বাগত জানিয়েছি। আমরা চাইছি, জীবনের এই বিশেষ সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন আপনারা। কারণ, এই মুহূর্তে আমরা পুরোপুরি আমাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চাই। ধন্যবাদ।’
তবে গত কয়েকদিন ধরে নিক-প্রিয়াঙ্কার বিবাহবিচ্ছেদের খবর রটেছিল। আর আজ সমস্ত জল্পনায় দাড়ি টেনে এই খবর জানালেন বলিউড তারকা। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, তাঁদের কন্যা সন্তান হয়েছে। যদিও এই বিষয়ে খোলসা করে কিছু জানাননি প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: দেশে টানা ৩ দিন সংক্রমণ ৩ লক্ষের বেশি! ওমিক্রন আক্রান্ত পেরিয়ে গেল ১০ হাজার
প্রসঙ্গত, ২০১৮ সালে রাজস্থানের উমেদ ভবনে জমকালো বিয়ে হল নিক-প্রিয়াঙ্কার। গির্জাতেও তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। হিন্দু, খ্রিস্টান উভয় মতেই বিয়ে করেন তাঁরা। তারপর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এরই মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এবার মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড তারকা।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?