Viral: ইনি কি অমিতাভ বচ্চন? বিখ্যাত চিত্রগ্রাহকের তোলা পোর্ট্রেট ভাইরাল হতেই চোখ ছানাবড়া নেটিজেনদের

আজকাল ওয়েবডেস্ক: ছবি থেকে চোখ সরছে না কারও।

একদৃষ্টিতে সকলেই তাকিয়ে তাঁর দিকে। মুখের গড়ন দেখে চেনা চেনা লাগছে ঠিকই। তাই সকলের ধারণা, আগামী ছবির প্রস্তুতির জন্য হয়তো এমন বদল চেহারায়। হাজারটা প্রশ্নের ভিড় সকলের মনের মধ্যে। মঙ্গলবার বিশ্বখ্যাত চিত্রগ্রাহক স্টিভ ম্যাককারির তোলা বহু পুরনো একটি পোর্ট্রেট ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ সকলের। অধিকাংশেরই প্রশ্ন, 'ইনি কি অমিতাভ বচ্চন?' 

সিনেমার চরিত্রের খাতিরে তাঁকে আগেও বদলে যেতে দেখেছেন সকলে। নিজেকে ভেঙে-গড়ে যেভাবে বড়পর্দায় তিনি হাজির হন, তা দেখে মুগ্ধতা প্রকাশ না করে কি আর উপায় আছে! সকলেই ভেবেছেন, স্টিভের তোলা ছবিটি হয়তো বলিউডের শাহেনশাহরই। হয়তো আগামী ছবিতে এইরূপেই তাঁকে দেখা যাবে তাঁকে। একজন লিখেছেন, 'ইনিই আমাদের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন!' আবার একজন লিখেছেন, 'ইনি তো বিগ বি! কোন ছবির জন্য এমন রূপ তাঁর?' 

তবে ছবি ঘিরে যে ভ্রান্তিবিলাস তৈরি হয়েছে, তা ভেঙেছেন স্বয়ং স্টিভ। জানিয়েছেন, পোর্ট্রেটের ব্যক্তিটি কোনও সিনেমার নায়ক নন। তিনি অমিতাভ বচ্চন নন! তিনি আফগানিস্তানের একজন শরণার্থী। যিনি এই মুহূর্তে পাকিস্তানে থাকেন। ২০১৮ সালে তোলা সেই ছবি। আগেও যখন স্টিভ ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, তখন সকলে ভেবেছিলেন, 'ঠগস অফ হিন্দুস্তান' ছবিতে হয়তো অমিতাভ এই চেহারায় ধরা দেবেন। ছবিটি ফের পোস্ট করতেই, আবারও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

আকর্ষণীয় খবর