আজকাল ওয়েবডেস্ক: ছবি থেকে চোখ সরছে না কারও।
একদৃষ্টিতে সকলেই তাকিয়ে তাঁর দিকে। মুখের গড়ন দেখে চেনা চেনা লাগছে ঠিকই। তাই সকলের ধারণা, আগামী ছবির প্রস্তুতির জন্য হয়তো এমন বদল চেহারায়। হাজারটা প্রশ্নের ভিড় সকলের মনের মধ্যে। মঙ্গলবার বিশ্বখ্যাত চিত্রগ্রাহক স্টিভ ম্যাককারির তোলা বহু পুরনো একটি পোর্ট্রেট ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ সকলের। অধিকাংশেরই প্রশ্ন, 'ইনি কি অমিতাভ বচ্চন?'
সিনেমার চরিত্রের খাতিরে তাঁকে আগেও বদলে যেতে দেখেছেন সকলে। নিজেকে ভেঙে-গড়ে যেভাবে বড়পর্দায় তিনি হাজির হন, তা দেখে মুগ্ধতা প্রকাশ না করে কি আর উপায় আছে! সকলেই ভেবেছেন, স্টিভের তোলা ছবিটি হয়তো বলিউডের শাহেনশাহরই। হয়তো আগামী ছবিতে এইরূপেই তাঁকে দেখা যাবে তাঁকে। একজন লিখেছেন, 'ইনিই আমাদের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন!' আবার একজন লিখেছেন, 'ইনি তো বিগ বি! কোন ছবির জন্য এমন রূপ তাঁর?'
তবে ছবি ঘিরে যে ভ্রান্তিবিলাস তৈরি হয়েছে, তা ভেঙেছেন স্বয়ং স্টিভ। জানিয়েছেন, পোর্ট্রেটের ব্যক্তিটি কোনও সিনেমার নায়ক নন। তিনি অমিতাভ বচ্চন নন! তিনি আফগানিস্তানের একজন শরণার্থী। যিনি এই মুহূর্তে পাকিস্তানে থাকেন। ২০১৮ সালে তোলা সেই ছবি। আগেও যখন স্টিভ ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, তখন সকলে ভেবেছিলেন, 'ঠগস অফ হিন্দুস্তান' ছবিতে হয়তো অমিতাভ এই চেহারায় ধরা দেবেন। ছবিটি ফের পোস্ট করতেই, আবারও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের