Nusrat-Yash: বাঙালিয়ানার ছোঁয়া নুসরতের সাজে, ষষ্ঠীর সন্ধেয় যশের সঙ্গে চুটিয়ে হুল্লোড়

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আমেজে আগেই ডুব দিয়েছেন নুসরত।

করোনা-আতঙ্ক কাটিয়ে দুই বছর পর ফের স্বাভাবিক ছন্দে সকলে। ফলে বাড়তি উন্মাদনা, উচ্ছ্বাস তো থাকবেই। তাছাড়াও সাংসদ-তারকার চলতি বছর বেশ ভালই কাটছে। সংসারে তাঁর একরত্তি, অভিনয়, রাজনীতি, প্রেম সবমিলিয়ে জমজমাট তাঁর দৈনন্দিন জীবন। পুজোয় কীভাবে কাটাবেন তিনি? কৌতূহল তো অনেকেরই। তাই আগেভাগেই ঈশানের মা জানিয়ে দিয়েছিলেন, পুজোর সময় ডায়েটকে একেবারে টাটা জানাচ্ছেন। অর্থাৎ, ভরপুর আনন্দে ডুব দিতে চলেছেন তিনি। ষষ্ঠীতে তাঁকে এই মেজাজেই দেখা গেল। 

ইনস্টাগ্রামে ষষ্ঠীর সাজের ছবি পোস্ট করেছেন নুসরত। পরনে গোলাপি রঙের সিল্কের শাড়ি, সঙ্গে বেগুনি রঙের ব্লাউজ। কানে কুন্দনের ভারী দুল। হাতে বালা। চুলে জুঁই ফুলের সাজ। আর সিঁথি ভরা সিঁদুর। নুসরতের সাজে এমন বাঙালিয়ানার ছোঁয়ায়, আরও অনন্য রূপ ফুটে উঠেছে তাঁর। 

তবে নিজের সাজের ছবিই না। যশের সঙ্গে তিনি যে হইহুল্লোড়ে মেতে উঠেছেন তার ইঙ্গিতও দিয়েছেন ভক্তদের। স্টোরিতে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত। যেখানে কলকাতারই এক পুজো মণ্ডপে ঢাক বাজাতে দেখা গেছে যশকে। তাঁর পাশে দাঁড়িয়ে নুসরত। এমন আনন্দঘন মুহূর্তে তাঁদের রসায়নও নজরকাড়া। 

আকর্ষণীয় খবর