Nusrat Jahan: পুজো আসছে, তাই ডায়েটকে 'টাটা', সাফ জানালেন নুসরত

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মেজাজে নুসরত জাহান।

বছর ঘুরে মা আসছেন। তাঁকে ঘিরে উন্মাদনা, উচ্ছ্বাস তো থাকবেই। সেইসঙ্গে প্যান্ডেল হপিং, দেদার খাওয়াদাওয়া, আড্ডা সবেরই পরিকল্পনা থাকে আপামর বাঙালির। কিন্তু নায়িকারা কি মন খুলে মজা করতে পারেন? বিশেষত, পুজোর ক'দিন অনেকেই শুটিংয়ে ব্যস্ত থাকেন। কখনও আবার দশমীর পরেই শুরু হয় শুটিং। ফলে রোগা ছিপছিপে চেহারা ধরে রাখার জন্য কড়া ডায়েট ফলো করতেই হয়। কিন্তু আপাতত এইসব ঝক্কি পোহাতে নারাজ নুসরত। 

পুজোর দিনগুলোতে একেবারেই ডায়েট মেনে চলতে চান না তারকা-সাংসদ। ইনস্টাগ্রামে বিকিনি পরা একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। প্রতিটা ছবিতেই লাস্যময়ী তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, 'ডায়েটকে টাটা বলছি, কারণ পুজো এসে গেছে!' 

ঈশানের জন্মের পরেই কড়া ডায়েট এবং এক্সারসাইজের হাত ধরে মেদ ঝরিয়ে আরও ছিপছিপে হয়ে গিয়েছেন তিনি। শুটিংয়ের ফাঁকে অবসর পেলেই যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়ছেন। সদ্য থাইল্যান্ড থেকে ঘুরে এসেছেন তিনি। সমুদ্রতীরে নুসরতের সেই উষ্ণতা ছড়ানো ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। বিশেষত, নজর কাড়ছে নুসরতের চাবুক ফিগার।

আকর্ষণীয় খবর