আজকাল ওয়েবডেস্ক: মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
খুশিতে ভাসছেন ‘দেশি গার্ল’। গোটা বলিউড ইন্ডাস্ট্রি নিক-প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছে। তবে নতুন সদস্যটির এখনই বাড়িতে আসা হচ্ছে না। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাকে। জানা গেছে, ১২ সপ্তাহ আগেই জন্ম হয়েছে শিশুটির।
সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। চিকিৎসকদের হিসেবে এই সন্তানটির জন্মের সময় ছিল এপ্রিল মাসে। কিন্তু ১২ সপ্তাহ আগেই জন্ম হল তার। বড় কোনও শারীরিক জটিলতা না থাকলেও আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবে সদ্যোজাতটি।
আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার ঘরে নতুন সদস্য, মা হলেন ‘দেশি গার্ল’
শনিবার ভারতীয় সময় মাঝরাতে ইনস্টাগ্রামে সন্তান জন্মানোর খবর দেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে সবাইকে অনুরোধ করেন যাতে তাঁর পরিবারের ব্যক্তিগত বিষয়ে কেউ বেশি ‘উঁকিঝুঁকি’ না দেন। বাড়তি কৌতূহল তাঁদের পছন্দ নয়, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রিয়াঙ্কার শরীর গর্ভধারণের উপযুক্তই ছিল। কিন্তু বয়স ৪০ হওয়ায় জটিলতার সম্ভাবনা ছিল। তাই সারোগেসির সাহায্য নিয়েছিলেন তিনি।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?