Nick-Priyanka: নিকের জন্মদিনে প্রিয়াঙ্কার আবেগঘন বার্তা

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ দেখতে দেখতে দাম্পত্যের তিনটে বছর পার করে ফেলেছেন নিক ও প্রিয়াঙ্কা।

বয়সের ব্যবধান তাদের সম্পর্কে বাধা হতে পারেনি। বয়সে ১০ বছরের ছোট হলেও নিক ‘একটু বেশিই ম্যাচুয়ার্ড’ এমন কথা শোনা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার মুখ থেকে। ১৬ই সেপ্টেম্বর স্বামী নিক জোনাস ৩০ বছরে পা দিয়েছেন। আর এই বিশেষ দিনটা পরিবার আর প্রিয়জনদের সঙ্গেই কাটালেন নিক–প্রিয়াঙ্কা। সুবিশাল গলফ কোর্সে নিকের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী। পার্টির ড্রেস কোড ছিল সাদা। সেই পার্টির অন্দরের ভিডিও প্রকাশ্যে এনেছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি নিকের জন্য লিখলেন এক আবেগঘন বার্তা। নিকের উদ্দেশে প্রিয়াঙ্কার বার্তা, ‘শুভ জন্মদিন আমার ভালবাসা। তোমার মুখের হাসিটা অটুট থাকুক এভাবেই, তুমি সুখ–স্বাচ্ছন্দ্যে ভরে ওঠো। এই সপ্তাহান্তটা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে দিল, শুরু করেছিলাম নিকের জন্মদিনের সেলিব্রেশন হিসাবে, তবে দিনটা আরও অনেক কিছু দিয়ে গেল….।’ নিকের জন্মদিনের পার্টিতে সবচেয়ে বেশি নজর কাড়লেন প্রিয়াঙ্কা এবং তার সাদা স্লিপ ড্রেস। নিক–পত্নীর উপর থেকে চোখ সরল না কারুর! পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখেই হাই হিলস পায়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। ‘এম’ লেখা লকেট (মেয়ের নাম মিলিয়ে) গলায় ঝুলছিল সোনার চেন থেকে, হাতে সোনার ব্রেসলেট এবং কানে দুল। চলতি বছর জানুয়ারি মাসেই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের বাবা–মা হয়েছেন দু’‌জনে। নিক–প্রিয়াঙ্কার মেয়ের নাম মালতি মেরি চোপড়া জোনাস। মেয়ের ঝলক বেশ কয়েকবার প্রকাশ্যে আনলেও এখনও পর্যন্ত মেয়ের মুখ দেখাননি প্রিয়াঙ্কা।

আরও পড়ুন:‌ হোটেল রুমের দরজায় ঝুলছে সাপ, লেজেন্ডস লিগ খেলতে এসে বিচিত্র অভিজ্ঞতা জনসনের

আকর্ষণীয় খবর