আজকাল ওয়েবডেস্ক: একটি স্টুডিও, তার ভিতরে একটি ক্যাফে, নাম কচ্ছপ। হরেকরকম চা পাওয়া যাবে সেখানে। ‘মাগনার চা’, ‘চানাচুর চা’ ‘যা চাইবি চা’, ‘খোঁ চা’, ‘মা চা’, ‘রমনী চা’ আরও কত কী! এসব খেতে খেতে চলবে লড়াই। গানের লড়াই। যাকে বলে, ‘ফেস অফ চ্যালেঞ্জ’। দু’জন দু’জন করে গানের শিল্পীরা একে অপরের সঙ্গে এই যুদ্ধে নামবেন। থাকবে চারটি রাউন্ড। ১। পর্দা ফাঁস ২। নাগরদোলা–দিচ্ছে পাক, গাইতে থাক ৩। বলছে যখন গাইতে হবে ৪। এনজয় গুরু– এছাড়াও দর্শকদের পছন্দমতো গানও গাইতে হবে শিল্পীদের। এবার এখানেই বিপদ। সবসময় কি যে যেই ধরণের গান সেটাই গাইতে পারবেন? মোটেই না। সমস্ত ভেঙেচুরে একাকার করে দেওয়ার পরিকল্পনা করেছে ‘আকাশ আট’ কর্তৃপক্ষ ঈশিতা সুরানা ও প্রিয়ঙ্কা সুরানা। পরিচালক সঙ্গীত তিওয়ারিও তাল মেলালেন তাঁদের সঙ্গে। কিন্তু নারদ কে? এতক্ষণে তো বুঝে যাওয়ারই কথা। আর কিছু না হোক, রাউন্ড চারটির মধ্যেই লুকিয়ে রয়েছে তাঁর নাম। শিলাজিত ছাড়া আর কে হতে পারে। রিয়্যালিটি শোয়ের সমস্ত ধরণ, কায়দা, কানুন ভেঙে দিতে আসছেন তিনি। এই মঞ্চে গানের লড়াই খেলতে খেলতে নতুন গান ও সুরও তৈরি হয়ে যেতে পারে বলে তিনি জানালন। এরকম একটি মুক্ত মঞ্চ এখনও অবধি কোনও রিয়্যালিটি শোয়ে দেখেছেন কি? এবার দেখবেন তাহলে। ২০ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনি ‘আকাশ আট’ চ্যানেলটি খুলতে ভুলবেন না। রাত সাড়ে ন’টা থক বাড়ির সবাই মিলে বসে ‘গান পয়েন্ট’–এ বসে যান।