Kangana Ranaut: ছবির প্রচারের জন্য নিজেই বিতর্ক সৃষ্টি করেছেন, আমিরকে খোঁচা কঙ্গনার

আজকাল ওয়েবডেস্ক: বিতর্কটাও প্রচারের অঙ্গ।

যত বিতর্ক, যত আলোচনা, ততই যেন সেই বিষয়ে কৌতূহল বাড়ে সাধারণ মানুষের। খতিয়ে দেখতে চান সব সমালোচনা আদৌ সঠিক কি না। এইভাবেই বক্স অফিস কালেকশন বাড়তে থাকে তরতর করে। এই কৌশলটা ভাল ভাবেই জানেন আমির। সেই কারণেই বয়কটের ডাক দিয়ে, তারপর পাল্টা ছবি দেখার অনুরোধ করে 'লাল সিং চাড্ডা'র প্রচার করছেন অভিনেতা। এমনটাই মনে করেন কঙ্গনা রানাওয়াত। 

বুধবার আচমকা বিস্ফোরক অভিনেত্রী। ইনস্টাগ্রামের স্টোরিতে আমিরকে বিঁধে লম্বা পোস্ট তাঁর। তাঁর বক্তব্য, নিজের দেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য না করে করে, ভাল সিনেমা বানানোয় মন দেওয়া উচিত। তবেই সিনেমা হল-মুখী হবেন দর্শক। 

আমিরের উদ্দেশে কঙ্গনা লিখেছেন, 'লাল সিং চাড্ডা নিয়ে যত বিতর্ক হচ্ছে, সবকিছুরই মাস্টারমাইন্ড আমিরজি। সিনেমার প্রচারের জন্য এটা প্রমোশনাল স্টান্ট ছাড়া এটা আর কিছুই নয়। এই বছরে এখনও পর্যন্ত বলিউডে এখনও পর্যন্ত হিট ছবি নেই। শুধুমাত্র একটি হরর কমেডি মুভির সিক্যুয়েলই বক্স অফিসে ব্যবসা করতে পেরেছে। দক্ষিণী ছবি ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। তাই হলিউডের রিমেক ছবিও বক্স অফিসে মোটেই সফল হবে না।' 

আকর্ষণীয় খবর