Bappi-Mithun: জুটি বেঁধেছিলেন ‘‌ডিস্কো ডান্সার’‌-‌এ, বাপ্পির শেষকৃত্যে যাননি মিঠুন, কিন্তু কেন?‌

আজকাল ওয়েবডেস্ক:‌ সেই আটের দশকে দু’জনের যুগলবন্দি দেখা গিয়েছিল।

বাপ্পি লাহিড়ীর ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ গানে নেচেছিলেন মিঠুন চক্রবর্তী। তখন থেকেই জুটি ছিলেন তাঁরা। কিন্তু মঙ্গলবার রাতে তাতে ভাঙন ধরল। প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ী। প্রচুর তারকা শেষবারের জন্য দেখতে গিয়েছিলেন মুম্বইয়ের বাসভবনে। কিন্তু যাননি মিঠুন। কিন্তু কেন?

একটি সাক্ষাতকারে মিঠুন বলেন, ‘খবরটা যখন পাই, আমি তখন বেঙ্গালুরুতে। আমি ওঁকে এভাবে দেখতে চাইনি। আমি সারাজীবন ওঁকে যেমন দেখে এসেছিলাম তেমনভাবেই মনে রাখতে চেয়েছিলাম। এটা যদিও আমার ভাবনা। আমার বাবা যখন মহামারীর মধ্যে মারা যায়, তখনও আমি শেষযাত্রায় দেখতে যাইনি। কারণ, বাবাকে আমি সারাজীবন যেমন দেখে এসেছি সেভাবেই স্মৃতিতে ধরে রাখতে চাই। তেমনভাবেই বাপ্পিদার সঙ্গে হাসছি, গান শুনছি, গান বানাচ্ছি। এই ভাবেই মনে রাখতে চাই ডিস্কো কিং-কে।’

আরও পড়ুন:‌ গরু পাচার কাণ্ডে নয়া মোড়! এনামুল হককে গ্রেপ্তার করল ইডি

তিনি আরও বলেন, ‘বাপ্পিদা খুব ভাল করে বুঝতেন আমার নাচ। ভারতে ডিস্কো ডান্সিং স্টাইল প্রথম আমিই করি। আমার ‘হটকে’ নাচের স্টাইল বাপ্পিদা খুব ভাল বুঝতে পেরেছিলেন। তাই সেই অনুযায়ীই তিনি সুর দিতেন, মিউজিক করতেন। ব্যাপারটা একে একে দুই হয়ে গিয়েছিল। আমরাও একে অপরের সঙ্গে জুড়ে গেলাম। তারপরই তৈরি হল কালজয়ী চার্টবাস্টার।’

আকর্ষণীয় খবর