Titanic: হাসপাতালে ভর্তি টাইটানিকের নায়িকা

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ শুটিং চলাকালীন পা পিছলে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘টাইটানিক’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট।

ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালীন পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। 
তবে কেট এখন স্থিতিশীল। শীঘ্রই তিনি শুটিংয়ে ফিরবেন বলে জানা গেছে। এক বিবৃতিতে বলা হয়েছে ‘‌কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রোডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভাল আছেন এবং চলতি সপ্তাহেই শুটিংয়ে ফিরবেন।’‌ ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ ছবির শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবি। এই ছবির নাম ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। ছবিটি পরিচালনা করছেন এলেন কুরাস।

আরও পড়ুন:‌ সিবিআই, ইডির ‘‌অতি সক্রিয়তা’‌ প্রসঙ্গে মোদিকে ক্লিনচিট মমতার 
 

আকর্ষণীয় খবর