Kangana-Alia: 'শুক্রবার ২০০ কোটি পুড়ে ছাই হয়ে যাবে', নাম না করে আলিয়াকে তুলোধনা কঙ্গনার

আজকাল ওয়েবডেস্ক: অতিমারির আবহ কাটিয়ে অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'।

পরিচালক সঞ্জয় লীলা বনশালির পরবর্তী সিনেমা নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা রয়েছে সিনেমা প্রেমীদের। সেই ছবিই মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। কিন্তু সিনেমা মুক্তির আগেই অভিনেত্রীকে রীতিমতো তুলোধনা করলেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' কঙ্গনা রানাওয়াত। 
অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর থেকেই স্টারকিড এবং বলিউডে নেপোটিজম নিয়ে প্রতিবাদে সরব হন কঙ্গনা। আলিয়ার সিনেমা মুক্তি পাওয়ার আগে সেই ইস্যুকে ফের সামনে আনলেন। ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা লিখেছেন, 'এই শুক্রবার ২০০ কোটি পুড়ে ছাই হয়ে যাবে বক্স অফিসে। বাবার পরী, যে নিজের কাছে ব্রিটিশ পাসপোর্ট রাখতে পছন্দ করেন, আবার সেই বাবা প্রমাণ করেই ছাড়বেন এরকম একজন রমকম বিম্বো অভিনয় করতে পারেন। বলিউডের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কাস্টিং। এরা সত্যিই কোনওদিন বদলাবে না। কোনও সন্দেহের অবকাশ নেই, এই কারণেই দক্ষিণী ছবি এবং হলিউডের ছবির দর্শক সংখ্যা এত বাড়ছে। বলিউডের অবস্থা শোচনীয় যতদিন এই মুভি মাফিয়ারা থাকবেন।' 
এখানেই শেষ না। আলিয়ার মতো পরিচালক মহেশ ভাটকেও একহাত নিয়েছেন কঙ্গনা। বলিউডের সংস্কৃতি নষ্ট করার পিছনে মহেশ ভাটের দিকেই অভিযোগের আঙুল কঙ্গনার। আরও একটি স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, 'বলিউডের মাফিয়া বাবা, যিনি একা হাতে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতিকে ধ্বংস করেছেন, সঙ্গেই বড় বড় পরিচালকদের সমানভাবে ম্যানিপুলেট করছেন।আবেগের ভেক ধরে বহু বড় পরিচালক এবং প্রযোজকদের এই সমস্ত ছবি তৈরি করতে বাধ্য করছেন। ছবি মুক্তি পাওয়ার পর এর ফল টের পাওয়া যাবে। এঁকে এখনই মানুষের থামিয়ে দেওয়া দরকার। এই শুক্রবার একজন বড় নায়ক এবং একজন সেরা পরিচালকও এই ম্যানিপুলেশনের শিকার হতে চলেছেন।' 

আরও পড়ুন: বন্ধু ফারহানের বিয়েতে চুটিয়ে নাচ হৃত্বিকের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও 

আকর্ষণীয় খবর