Kangana-Vidyut: মুখ থুবড়ে পড়েছে 'ধকড়', তবুও কঙ্গনার অভিনয়ে 'গর্বিত' বিদ্যুৎ, প্রশংসায় আপ্লুত নায়িকা

আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারে বড় ধাক্কার সম্মুখীন হয়েছেন কঙ্গনা রানাওয়াত।

কোটি কোটি টাকা খরচ করে বানানো, তাঁর অভিনীত 'ধকড়' সম্প্রতি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। দুই সপ্তাহও সিনেমা হলে টেকেনি। বক্স অফিসে মাত্র ৩ কোটি টাকার ব্যবসা করেছে কঙ্গনার 'ধকড়'। যা ঘিরে স্বাভাবিকভাবেই মনমরা ছিলেন অভিনেত্রী। সুপার ফ্লপ সিনেমা ঘিরে একটিও শব্দ ব্যয় করেননি তিনি। সিনেমা মুক্তি পাওয়ার পর, তা ঘিরে এই প্রথম তিনি মুখ খুললেন। 

কঙ্গনার ভীষণ পছন্দের অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। আসন্ন ছবি 'খুদা হাফিজ চ্যাপ্টার ২'-এর প্রচারের সময় কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। অভিনেতার মতে, তিনিই দেশের সেরা মার্শাল আর্টিস্ট। কিন্তু ভারতীয় অভিনেত্রী কঙ্গনার অ্যাকশন দৃশ্যে অভিনয় দেখে তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়। কঙ্গনার অভিনয় দেখে তিনি 'গর্বিত' বলেও জানান। বিদ্যুতের প্রশংসা শুনে আপ্লুত অভিনেত্রীও। সেই ভিডিওটি ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি শেয়ার করেন। 

কঙ্গনা লেখেন, 'দেশের সেরা অ্যাকশন হিরো বিদ্যুৎ আমার অ্যাকশন দৃশ্যের প্রশংসা করছেন। এটা আমার কাছে পুরস্কারের মতো!' এখানেই শেষ নয়। ১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে 'ধকড়'। ভক্তদের সিনেমাটি দেখার জন্যেও অনুরোধ করেন তিনি। 

আকর্ষণীয় খবর