Kamal Haasan: ‘আমি ভারতীয় আপনি কী?’ হিন্দি বনাম দক্ষিণ ছবির বিতর্কে বললেন কামাল হাসান 

আজকাল ওয়েবডেস্ক: পরবর্তী ছবি ‘বিক্রম’-এর প্রচারে রাজধানী দিল্লি গিয়েছিলেন অভিনেতা কামাল হাসান।

হিন্দি বনাম দক্ষিণী ছবির বিতর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি। সাম্প্রতিক কালে বাহুবলী, পুষ্পা, কেজিএফ, আরআরআর-এর মতো দক্ষিণী ছবি রমরম করে চলছে গোটা দেশে। কার্যত, আঞ্চলিক ছবির তকমা কাটিয়ে সর্বভারতীয় হয়ে উঠেছে সেগুলো। ফলত, হিন্দি এবং দক্ষিণের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই বেঁধেছে। 

আরও পড়ুন: শিবলিঙ্গের গুজবে অশান্তির সৃষ্টি হচ্ছে, বারাণসী আদালতে বলল মুসলিম পক্ষ  


প্যান-ইন্ডিয়া ছবির প্রসঙ্গে দক্ষিণী অভিনেতাটি বললেন, ‘প্যান-ইন্ডিয়া ছবি বরাবরই ছিল। শান্তারামজি প্যান-ইন্ডিয়া ছবি বানিয়েছিলেন। পড়োসন প্যান-ইন্ডিয়া ছবি। মেহমুদজি তাতে প্রায় তামিল বলেছিলেন। মুঘল-এ আজমকে কী বলবেন? আমার কাছে এটা অবশ্যই সর্বভারতীয় ছবি। এটা নতুন কিছু না। আমাদের দেশ ইউনিক। আমেরিকার মতো গোটা দেশে একটাই ভাষা বলা হয় না, আমরা বিভিন্ন ভাষায় কথা বলি। তাও আমরা ঐক্যবদ্ধ। এটাই আমাদের দেশের মহিমা।’
তিনি আরও বলেন, ‘আমরা প্যান-ইন্ডিয়া ছবি বানিয়ে যাব। কতটা ভাল এবং ইউনিভার্সাল সেই ছবি সেটাই আসল। ভাল হলে সবাই দেখবে। মালয়ালাম ছবি চিমিন সর্বভারতীয় ছবি। ওরা তাতে ডাবিং তো করেইনি এমনকী সাব-টাইটেল দেয়নি। তাও মানুষ উপভোগ করেছে।’ এরপরেই হিন্দি বনাম দক্ষিণী বিতর্কে কামাল হাসান বলেন, ‘আমি ভারতীয়, আপনি কী? তাজমহল যেমন আমার মাদুরাই তেমন আপনাদের। কন্যাকুমারী যতটা আপনার কাশ্মীর ততটাই আমার।’
 

আকর্ষণীয় খবর