Kamal Haasan: হাল্কা জ্বর, অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে বাড়িতে কমল হাসান

সংবাদসংস্থা মুম্বই: ভাল আছেন কমল হাসান।

নতুন করে শারীরিক অবস্থার কোনও অবনতি ঘটেনি। গত রাতে অল্প জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, অবস্থা স্থিতিশীল থাকায় ‘বিক্রম’ অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা এবং আপাতত টানা বিশ্রাম প্রয়োজন তাঁর। পাশাপাশি হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, কমলের জ্বর পুরোপুরি কমেনি এখনও। ফলে, তাঁকে সতর্ক ভাবেই থাকতে হবে। এক্ষুণি শ্যুটিং বা কাজে যোগদানের অনুমতি তাঁকে দেওয়া হয়নি।

 

বুধবার রাতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন দক্ষিণী সুপারস্টার। ৬৮ বছরের অভিনেতার দেখভালের জন্য সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকের একটি দল গঠন করেন। প্রয়োজনীয় চিকিৎসাও শুরু হয়ে যায় তখনই। সূত্রের খবর, গত রাতে জ্বর এসেছিল তাঁর। কমলের অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা। তাঁর সুস্থতা চেয়ে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন বিনোদন দুনিয়ার সবাই। হাসপাতাল কর্তৃপক্ষ কমলের শারীরিক স্থিতিশীলতার খবর ঘোষণা করতেই হাসি ফুটেছে ভক্তদের মুখে।

আকর্ষণীয় খবর