Janhvi-Khushi: করোনার হানা কাপুর পরিবারে, একসঙ্গে আক্রান্ত শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী-খুশি

আজকাল ওয়েবডেস্ক: উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি।

কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে না পড়তেই একসঙ্গে বহু তারকাই করোনা আক্রান্ত হয়েছেন। দিন কয়েক আগে কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের। জ্বর, সর্দির মতো মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তাঁরা। 
ইনস্টাগ্রামের স্টোরিতে জাহ্নবী জানিয়েছেন, ৩ জানুয়ারি তিনি এবং তাঁর বোন খুশি কোভিডে আক্রান্ত হন। তখন থেকেই আইসোলেশনে তাঁরা। মুম্বই পুরসভার নিয়ম অনুসারে ৭ দিন নিভৃতবাসে ছিলেন তাঁরা। মঙ্গলবার তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার প্রথম দু'দিন ভীষণ ভুগেছেন তাঁরা। শয্যাশায়ী ছিলেন দুজনেই। তবে তারপর থেকে সুস্থ বোধ করতে থাকেন তাঁরা। ভক্তদের উদ্দেশে জাহ্নবী লেখেন, করোনা পরিস্থিতির মোকাবিলা করতে মাস্ক এবং টিকাই প্রধান হাতিয়ার সকলের। 
কিছুদিন আগেই একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। থার্মোমিটার মুখে নিয়ে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর পাশেই ছিলেন বোন খুশি। তাছাড়াও কোভিড নিয়েই কখনও বই পড়ে, কখনও আবার ছবি এঁকে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। জাহ্নবী, খুশি আক্রান্ত হওয়ার কিছুদিন আগেই কোভিড পজিটিভ রিপোর্ট আসে অর্জুন কাপুরের। তার আগেই করোনা আক্রান্ত হন অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়েছেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর। 

আকর্ষণীয় খবর