আজকাল ওয়েবডেস্ক: এখন তাঁর ঠিকানা লোখণ্ডওয়ালা। থাকেন বাবা বনি কাপুর আর বোন খুশীর সঙ্গে। খুব শিগগিরই ঠিকানা বদলাচ্ছেন জাহ্নবী কাপুর। নাহ্, যেমন ভাবছেন, তেমন নয়। নিজেই কিনেছেন নিজের ফ্ল্যাট। জুহুতে। দাম পড়েছে ৩৯ কোটি টাকা।
খবর, ৭ ডিসেম্বর ফ্ল্যাটের চুক্তি পাকা হয়েছে শ্রীদেবী–কন্যার। নিজের নামে নথিভুক্ত করেছেন ১০ ডিসেম্বর। স্ট্যাম্প ডিউটি হিসেবে ৭৮ লক্ষ টাকা দিয়েছেন বলেও জানা গেছে। খবর পাকা হলে এবার অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, ঋত্বিক রোশন, কাকা অনিল কাপুর প্রতিবেশী হবেন নায়িকার।
জুহুতে ওই আবাসনের নাম আরায়া। সেখানে ১৪, ১৫ এবং ১৬ তলা জুড়ে রয়েছে জাহ্নবীর ফ্ল্যাট। ইতিমধ্যে ইনস্টাগ্রামে কয়েকটি ছবিও পোস্ট করেছেন। গত বছরই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা: দ্যা কারগিল গার্ল’। ধর্মা প্রোডাকশনের ব্যানারে। জাহ্নবীর কাজ দারুণ পছন্দ করেছেন দর্শকরা। এখন করন জোহরের পরিচালনায় ‘তখত’ ছবিতে কাজ করছেন তিনি। ‘দোস্তানা ২’ ছবির কাজও চলছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে