Television: ‘চার কন্যা’র এক কন্যা কিনা জানি না, ‘রামপ্রসাদ’-এ চুটিয়ে অভিনয় করছি: সৌমিলি

নিজস্ব সংবাদদাতা: প্রথম সারির চ্যানেলে চার কন্যার জীবনকথা নিয়ে নতুন ধারাবাহিক আসছে।

থাকছেন মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং স্নেহা চট্টোপাধ্যায়। গুঞ্জন, চতুর্থ কন্যা সম্ভবত সৌমিলি বিশ্বাস। বিশদে জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সৌমিলির সঙ্গে। অভিনেত্রী সাফ বললেন, ‘‘আমায় প্রযোজনা সংস্থা তিন রকম লুক টেস্ট করেছে। তিন রকমের শাড়িতে। আমার সঙ্গে মানালি, বাসবদত্তা, স্নেহাও ছিলেন। ওঁরা থাকছেন, প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছে। আমার থেকে তারিখ নেওয়া হয়েছে। অথচ এখনও আমি আছি কিনা জানি না!’’

আরও পড়ুন: Television: ছোটপর্দায় আবার মিশকা হালিম, এবার তিনি কোন চরিত্রে?

এর আগে ধারাবাহিক গৌধূলি আলাপ-এও নির্বাচিত হয়েছিলেন সৌমিলি। কয়েক বার তাঁর লুক টেস্ট হয়েছিল। কয়েক বার তাঁর চরিত্রে বদল ঘটেছিল। শেষপর্যন্ত তিনি সুযোগ পাননি। বারবার কেন এমন হচ্ছে অভিনেত্রীর সঙ্গে? তিনি কি টেলিপাড়ার ‘রাজনীতি’র শিকার? সৌমিলির কথায়, ‘‘টেলিপাড়ায় রাজনীতি আছে কিনা জানি না। আমি সাতেপাঁচেও থাকি না। ফলে, এরকম কোনও কিছুর শিকার হব, মনে হয় না।’’ তবে তাঁর মনেও আক্ষেপ রয়েছে। টেলিপাড়ায় এমনও রটনা রয়েছে, অভিনেত্রী নাকি ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন! সৌমিলি স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এ রাজা কৃষ্ণচন্দ্র-র রানি ভবানীর চরিত্রে অভিনয় করছেন। তাঁর বক্তব্য, সঙ্গে সঙ্গে চর্চা শুরু, ছোটপর্দায় আবার ফিরেছেন তিনি!

অভিনেত্রী হাসতে হাসতে বলেছেন, ‘‘আমি কবে ছোটপর্দা থেকে দূরে সেটাই জানি না! ধারাবাহিক থেকে দূরে। কারণ, ভাল চরিত্র পাচ্ছিলাম না। ‘বাবা লোকনাথ’-এ মায়ের চরিত্রে অভিনয়ের পরে সবাই এই ধরনের চরিত্রের জন্যই ডাকছিল। তাই রাজি হইনি।’’ পাশাপাশি, সঞ্চালনাও করছেন। সান বাংলায় ‘জ্যোতিষ দর্পণ’-এর মুখ্য সঞ্চালক তিনি। তাঁর মতে, ‘‘অভিনয়ের সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ চরিত্র। ইতিমধ্যেই কয়েকটি পর্বে আমায় দেখা গিয়েছে। দর্শকদের থেকে ইতিবাচক সমালোচনা পাচ্ছি। ভাল লাগছে।’’ টেলিপাড়া আরও বলছে, একটি জনপ্রিয় ধারাবাহিকে, গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি খুব শিগগিরিই দেখা যাবে অভিনেত্রীকে। এই বিষয়ে প্রশ্ন করতেই মুখ কুলুপ সৌমিলির।

আকর্ষণীয় খবর