আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে স্বীকৃতি পেল ‘দিল্লি ক্রাইমস’। সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতল নেটফ্লিক্স–এর ওয়েব সিরিজ। তার পরেই উচ্ছ্বসিত গোটা বলিউড। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানালেন ঋত্বিক রোশন, বিদ্যা বালন, জোয়া আখতাররা।
দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের ঘটনা নিয়ে তৈরি হয়েছিল সিরিজটি। তদন্তকারী অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন শেফালি শাহ। পরিচালক রিচি মেহতা। ৪৮তম আন্তর্জাতিক এম অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কৃত হল সিরিজটি।
সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন অ্যামাজন প্রাইম–এর ‘মেড ইন হেভেন’ সিরিজের অর্জুন মাথুর। যদিও তিনি পুরস্কার পাননি। এই বিভাগে পুরস্কৃত হয়েছেন রেসপন্সিবল চাইল্ড–এর বিলি ব্যারাট। সেরা কমেডি সিরিজ বিভাগে মনোনীত হয়েছিল প্রাইম ভিডিওর ‘ফোর মোর শটস প্লিজ’। এই সিরিজের ঝুলিতেও পুরস্কার আসেনি।
শেফালি শাহর টুইটের কমেন্ট বিভাগে গিয়ে অভিনন্দন জানিয়েছেন ঋত্বিক রোশন। লিখেছেন, ‘ওয়াও, ওয়াও, ওয়াও, ওয়েলডিজার্ভড।’ বিদ্যাবালনও একই সুরে অভিনন্দন জানিয়েছেন।