আজকাল ওয়েবডেস্ক: প্রথমে মুম্বইয়ে রেস্তোরাঁর বাইরে সর্বসমক্ষে একে অপরের হাত ধরে বেরোনো, তারপর বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজ, বিমানবন্দরেও পাপারাৎজিদের সামনে একে অপরের হাত ধরে থাকা, সবশেষে বলিউডের তারকা খচিত পার্টিতে একসঙ্গে হাজিরা দেওয়া! একের পর এক ঘটনায় বুঝিয়েই দিচ্ছেন, সাবা আজাদের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা হৃত্বিক রোশন।
বুধবার ৫০ বছরে পা দিলেন পরিচালক, প্রযোজক করণ জোহর। যশ রাজ স্টুডিওতে বিশাল পার্টির আয়োজন করেছিলেন করণ। তাঁর জন্মদিন বলে কথা, যে যাঁর মতো কাজ সেরে ফিল্ম ইন্ডাস্ট্রির অধিকাংশ তারকাই হাজির সেই জন্মদিনের পার্টিতে। কে নেই সেখানে? দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, সইফ আলি খান, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া, তামান্না ভাটিয়া, শাহিদ কাপুর, সলমন খান, অনন্যা পাণ্ডে, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, জাহ্নবী কাপুর, আমির খান, কাজল, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়িরান খানরা উপস্থিত ছিলেন করণের জন্মদিনের পার্টিতে। কিন্তু সকলের মাঝে বিশেষভাবে নজর কাড়লেন বি টাউনের নতুন তারকা জুটি হৃত্বিক-সাবা।
ম্যাচিং করে দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। হৃত্বিকের পরনে কালো রঙের স্যুট। কালো গাউনে সেজেছিলেন সাবা। দুজনের থেকে চোখ ফেরানো সত্যিই দায়। ইতিমধ্যেই জুটির একগুচ্ছ ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে।
চলতি বছরে জানুয়ারি মাসেই প্রথমবার জনসমক্ষে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপরই গুঞ্জন রটে যায় টিনসেল টাউনে। সাবার সঙ্গে যে হৃত্বিকের ঘনিষ্ঠতাও বাড়ছে, সে খবর যদিও জানেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। নেট মাধ্যমেই সাবার ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে। হৃতিক-সাবার নজরকাড়া রসায়ন দেখে, সকলেরই প্রশ্ন, কবে তাঁরা সাত পাকে বাঁধা পড়ছেন?
Mir Afsar Ali: এত বছরের 'জার্নি' শেষ! মির্চি ছাড়লেন মীর
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Thief In Kalighat: রথযাত্রার দিন কালীঘাটের এই বাড়িতে চুরি করতে এসেছিল চোর, তারপর যা হল...
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের