নিজস্ব সংবাদদাতা: সদ্য বিয়ে হয়েছে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়ের। তাঁদের ঘিরে টেলিপাড়া, অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। নতুন বিয়ে মানেই প্রথম জামাইষষ্ঠী। বিশেষ দিন কতটা বিশেষ ভাবে তাঁদের? জিজ্ঞাসা সবার। জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ছোটপর্দার দুই তারকা অভিনেত্রীর সঙ্গে। কেজো দিনে উদযাপন। তাই সুদীপ্তার জামাইষষ্ঠী তোলা রবিবারের জন্য। নায়িকা জানালেন, ‘‘বিশেষ কাজে আমি, সৌম্য দু’জনেই ব্যস্ত। তাই আমাদের উদযাপন ছুটির দিনে। ওই দিন সমস্ত রীতি মেনে অনুষ্ঠান পালন করবে আমার পরিবার। আমরাও সেদিন চুটিয়ে আনন্দে মাতব।’’ জামাইষষ্ঠীর দিনে সৌম্য-সুদীপ্তা কি কিছুটা সময় একান্তে কাটাবেন? ‘সোহাগ জল’-এর ‘বেণী’র বক্তব্য, কোনও আলাদা কিচ্ছু নয়। যা হবে সব সপরিবার।
আরও পড়ুন: Television: ‘রাঙা বৌ’, ‘বাংলা মিডিয়াম’-এর জোর টক্কর! টিআরপি-তে কে, কাকে টেক্কা দিল?
রূপসার জামাইষষ্ঠী দিন দুই আগেই শুরু।
ফোন করতেই উচ্ছ্বসিত গলায় জানালেন অভিনেত্রী। তারপরেই গলা ইষৎ নিভু নিভু। জামাইষষ্ঠীতেও শুটিং থেকে ছুটি মেলেনি। সকাল থেকে সেটেই তিনি! তা হলে উদযাপন? প্রশ্ন ছিল আজকাল ডট ইনের। রূপসা জানিয়েছেন, জি বাংলার রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’র জন্য একপ্রস্থ উদযাপন হয়েই গিয়েছে। মা তাঁকে-সায়নকে নিয়ম মেনে বরণ করেছেন। একমাত্র জামাইয়ের হাতে বেঁধে দিয়েছেন হলুদ সুতো। হাতে দিয়েছেন ফলের বাটা। দিনের দিন দুই বাড়ি থেকেই অঢেল তত্ত্বের দেওয়ানেওয়া।
রূপসার কথায়, ‘‘সায়ন ফল খেতে খুব ভালবাসে। বিশেষ করে আম। তাই মা এক ঝুড়ি আম পাঠিয়েছে। সঙ্গে রকমারি ফল, মিষ্টি। আর আমাদের জামাকাপড়। সায়নের জন্য অফিসের কেজো পোশাক। আমার জন্য ড্রেস। আমরাও পাঠিয়েছি।’’ শুটিং শেষ হলে মায়ের কাছে পৌঁছে যাবেন জোড়ে। তখন আরও একবার সমস্ত আচার-অনুষ্ঠান পালিত হবে। মা মেয়ে-জামাইয়ের জন্য মাছ, মাংসের পছন্দসই পদ নিজের হাতে রেঁধে রেখেছেন। রাতে কি ‘বাঙালিনী’ সাজবেন নায়িকা? অভিনেত্রী জানিয়েছেন, তাড়াতাড়ি ছুটি পেলে শাড়িতেই সাজবেন। নইলে যেভাবে থাকবেন সেভাবেই পৌঁছে যাবেন বাড়িতে।