Gouri-Suhana: 'একসঙ্গে দু'জন পুরুষের সঙ্গে প্রেম করো না', সুহানাকে পরামর্শ মা গৌরীর

আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল, কিং খান ও তাঁর পত্নী গৌরী আবারও একসঙ্গে হাজির হবেন করণ জোহরের গসিপ চর্চার শোয়ে।

কিন্তু কিং খান উপস্থিত থাকতে পারলেন না। ছিলেন গৌরী। শুধু হাজিরই ছিলেন না, রীতিমতো জমিয়ে দিয়েছেন 'কফি উইথ করণ' শোয়ের সেই বিশেষ পর্ব। 

 

সম্প্রতি আগামী পর্বের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করণ। যেখানে দেখা গেছে, গৌরীর সঙ্গে উপস্থিত ছিলেন সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে। বি টাউনের জনপ্রিয় ও চর্চিত তিন তারকা-পত্নীর উপস্থিতিতে জমজমাট সেই পর্ব। ব্যক্তিগত জীবন, পছন্দ, অপছন্দ নিয়ে অকপট তাঁরা। 

এই পর্বেই গৌরীকে করণ প্রশ্ন করেন, সুহানাকে লভ-লাইফ নিয়ে তিনি কী কী পরামর্শ দেন? গৌরী সঙ্গে সঙ্গে জানান, 'আমি সুহানাকে স্পষ্টই বলি। প্রেম করো, ডেট করো। কিন্তু একসঙ্গে দু'জন পুরুষের সঙ্গে প্রেম করো না। না হলেই গণ্ডগোল।' 

করণ এরপরই জিজ্ঞেস করেন, তাঁর এবং শাহরুখের প্রেমের কাহিনির বলিউডের কোন সিনেমার সঙ্গে মিল রয়েছে? গৌরীর উত্তর, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ছবির সঙ্গে। ছবিটা শুধুমাত্র আমার পছন্দ, তাইই নয়, এবং সিনেমার গল্পের মতোই চ্যালেঞ্জিং ছিল আমাদের প্রেমের কাহিনি।' 

আকর্ষণীয় খবর