আজকাল ওয়েবডেস্ক: গুরুতর আহত টলিউডের জনপ্রিয় পরিচালক নন্দিতা রায়।
বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। ভেঙেছে ডানহাতের কবজি। মেরুদণ্ডে সামান্য চিড় ধরেছে তাঁর। কবজির হাড় জুড়তে ইতিমধ্যেই অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে।
এক সংবাদমাধ্যমকে নন্দিতা রায় জানান, দিন কয়েক আগেই দুর্ঘটনাটি ঘটে। বাথরুমে পিছলে পড়ে গিয়েছিলেন। তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক্স রে করানোর পর ধরা পড়ে, তাঁর কবজির হাড় ভেঙে গিয়েছে এবং মেরুদণ্ডের হাড়ে চিড় ধরেছে। এর জন্য অস্ত্রোপচার করতে হয়েছে। আবার প্লাস্টারও করে দেওয়া হয়েছে।
হাসপাতালে একদিন ভর্তি ছিলেন তিনি। এই মুহূর্তে বাড়িতেই শয্যাশায়ী পরিচালক। আগামী দুই সপ্তাহ নিয়মিত ফিজিওথেরাপি নিতে হবে তাঁকে। আগামী ২৪ জুলাই হাতের প্লাস্টার খোলা হবে বলে জানিয়েছেন পরিচালক। ফিজিওথেরাপি এবং ওষুধের জন্য দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী তিনি। অন্যদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তায় টলিপাড়ার কলাকুশলী থেকে অনুরাগীরা।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা