Lata Mangeshkar: 'এখনও আইসিইউতেই লতা মঙ্গেশকর, দয়া করে গুজব ছড়াবেন না', আর্জি স্মৃতি ইরানির

আজকাল ওয়েবডেস্ক: করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এখনও হাসপাতালেই ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর।

১১ দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তিনি। তবে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন ২৪ ঘণ্টা। তরল খাবারের পরিবর্তে স্বাভাবিক খাবার খেতে পারছেন তিনি। এই পরিস্থিতিতেই তাঁর পরিবারের পক্ষ থেকে গায়িকার মুখপাত্র ভক্তদের উদ্দেশে জানান, লতা মঙ্গেশকর চিকিৎসায় ভালভাবে সাড়া দিচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। শুধু তাঁর মুখপাত্রই নন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও সেই বিবৃতিটি শেয়ার করে গুজব না ছড়ানোর আর্জি জানিয়েছেন। 
নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি নোটটি শেয়ার করে টুইট করেছেন, 'লতা দিদির পরিবারের পক্ষ থেকে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। আগের তুলনায় তিনি চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন। ভগবানের ইচ্ছেয় শীঘ্রই তিনি বাড়ি ফিরবেন। জল্পনা এড়িয়ে লতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য প্রার্থনা করুন সকলে।' মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানিও জানিয়েছেন, গায়িকা আগের তুলনায় সুস্থ। হয়তো কিছুদিনের মধ্যেই তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কয়েকদিন আগেই বিভিন্ন সংবাদসংস্থার মাধ্যমে ছড়িয়ে পড়ে, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। কিন্তু জল্পনায় ইতি টেনে গায়িকার মুখপাত্র জানিয়েছেন, 'তিনি আগের তুলনায় অনেক সুস্থ'। 

আকর্ষণীয় খবর