আজকাল ওয়েবডেস্ক: অতিমারির আবহে বহু তারকা-জুটির বিবাহ বিচ্ছেদের খবরে মনমরা সাধারণ মানুষ থেকে ভক্তরা।
সম্প্রতি দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন দক্ষিণী সুপারস্টার ধনুষ ও রজনীকান্তের বড় মেয়ে ও গায়িকা ঐশ্বর্য। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেই বিবাহ বিচ্ছেদের খবর জানান তাঁরা। যে খবরে রীতিমতো তোলপাড় দক্ষিণী ইন্ডাস্ট্রি। বিগত কয়েক মাসের মধ্যে এই বিচ্ছেদের কোনও আঁচ পাওয়া যায়নি। রজনীকান্ত ও জামাই ধনুষের মধ্যে মেলামেশা, একাধিক পারিবারিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে হুল্লোড় করতে দেখে ঐশ্বর্য এবং ধনুষের সম্পর্ক ভাঙার কথা কেউ কল্পনাই করেননি। যদিও কারও কারও মতে, এই সম্পর্ক ভাঙারই ছিল। কারণ সিনেমার জন্য পরিবারকে ঠিকমতো সময় দিতেন না ধনুষ। তাঁদের দুই পুত্রসন্তান যাত্রা ও লিঙ্গার সমস্ত দেখাশোনা করতেন একা ঐশ্বর্য। এর থেকেই তাঁদের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়।
সোশ্যাল মিডিয়ায় ১৭ জানুয়ারি ধনুষ, ঐশ্বর্য দুজনেই বিবৃতি জারি করে বিচ্ছেদের ঘোষণা করেন। এরপরই এক সংবাদমাধ্যমকে ধনুষের বাবা ও তামিল ছবির পরিচালক কস্তুরী রাজা জানান, 'ধনুষ এবং ঐশ্বর্য কেউই চেন্নাইয়ে নেই। তাঁরা দুজনেই হায়দরাবাদে। ফোনে সমস্ত যোগাযোগ রেখেছি। পরামর্শও দিয়েছি। বাকি কথা তাঁরা ফিরলে সামনাসামনি হবে। আর ওঁরা কেউ কাউকে ডিভোর্স দেয়নি।' সংবাদমাধ্যমকে তিনি আরও জানান, 'দাম্পত্য কলহের জেরেই ওঁরা আলাদা হয়ে গিয়েছে। ধনুশ-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদ হয়নি। এটা পারিবারিক ঝগড়া মাত্র। যেটা প্রত্যেক দম্পতির মধ্যেই হয়ে থাকে।'
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?