Clint Eastwood: ৯১ বছরের যুবক! নতুন সিনেমায় ঘোড়ায় চড়ছেন, ‘পাঞ্চ’ মারছেন ক্লিন্ট ইস্টউড  

আজকাল ওয়েবডেস্ক: নিজেকে ৯১ বছর বয়সে কল্পনা করুন দেখি। বেশিরভাগই হয়তো বলবেন, অতদিন বাঁচব না। বাঁচলেও শয্যাশায়ী অবস্থায় থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু এই বয়সে একজন ঘোড়ায় চড়ছেন, এমনকী ঘুসিও মারছেন। কে তিনি? 
হলিউডের চিরকালীন হ্যান্ডসাম ক্লিন্ট ইস্টউড। অস্কারজয়ী অভিনেতা এবং পরিচালক আবার সিনেমা করতে চলেছেন। আর সেই সিনেমাতেই ঘোড়ায় চড়বেন এবং ‘পাঞ্চ’ করবেন। তাঁর অভিনীত এবং পরিচালিত নতুন সিনেমাটির নাম ‘ক্রাই মাচো’, মুক্তি পেতে চলেছে ১৭ সেপ্টেম্বর। প্রেক্ষাগৃহের সঙ্গে এইচবিও ম্যাক্স প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। 

আরও পড়ুন: ‘‌যে যত বেশি টাকা আনতে পারবে, বলিউডে সেই রাজা’‌, বলছেন নাসিরুদ্দিন 


সেই ১৯৫৫ সাল থেকে শুরু, আর আজ ২০২১। দীর্ঘ সময়ে সিনে দুনিয়ায় অনেক কিছুই পাল্টেছে। সাদাকালো থেকে রঙিন হয়ে ডিজিটালাইজেশনের পথে এগিয়েছে দুনিয়া। কিন্তু কিংবদন্তি অভিনেতা সেই একই আছেন। 
বয়স হয়েছে কিন্তু তাতে পাত্তাই দেন না ইস্টউড। তিনি বলছেন, ‘আমি এটা নিয়ে ভাবিই না। আমি যদি সেই একই লোক না হই, এ নিয়ে কিছু জানতেই চাই না। আমার হয়তো মনে হতে পারে, এ কোন বোকার সঙ্গে কাজ করছি।’ নবতিপর বৃদ্ধের ‘সেন্স অফ হিউমার’ এখনও টনটনে।