Bhiter Taaney: ছদ্মবেশে আটকা পড়া আত্মাদের শ্রদ্ধা গানের মাধ্যমে, মহীন এখন ও বন্ধুরা বের করল নতুন অ্যালবাম 

আজকাল ওয়েবডেস্ক: 'Music has no language', যখন শব্দের সঙ্গে সুর সঞ্চারিত হয় তখন সঙ্গীতের জন্ম হয়। ঠিক যেন সাইকেডেলিক মুহূর্ত! হাজার রঙের একটি বিস্ফোরণ, যা চোখে দেখতে না পারলেও, অনুভব করা যায়। সঙ্গীত প্রেমীদের জন্য সুখবর। শ্রীনিবাস মিউজিকের পক্ষ থেকে মহীন এখন ও বন্ধুরা তাঁদের নতুন অ্যালবাম বের করেছে। যার নাম 'ভিটের টানে'। এই গানের মাধ্যমে তাঁদের শ্রদ্ধা জানানো হয়েছে, যাঁরা শিকড়ে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল। সেই বিস্মৃত তরুণ আত্মা, যারা রাস্তার বাচ্চাদের ছদ্মবেশে আটকা পড়েছে।

গানের প্রতিটি লাইনেই রয়েছে অর্থ, যা আপনাদের হৃদয় স্পর্শ করবে। ১২ সেপ্টেম্বর মহীন এখন ও বন্ধুরা তাঁদের ষষ্ঠতম অ্যালবাম উদ্বোধন করেছে। টপক্যাট সিসিইউতে একটু সাঙ্গীতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ক্যাকটাস, ভূমি, চন্দ্র, ফকিরা, পৃথিবী, লক্ষ্মীছাড়া সহ একাধিক বাংলা ব্যান্ডের শিল্পীরা। সেখানে বিশেষ অতিথি তাপস বাপী দাস তাঁর জীবন পৃষ্ঠার আলোচনাও করেছেন। সব মিলিয়ে সঙ্গীতস্মৃতি সন্ধের আয়োজন হয়েছিল, যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।

আরও পড়ুন: ভূতের সিনেমা ভাল লাগে?‌ এবার পেতে পারেন ১ লক্ষ টাকা, আবেদন করুন এক্ষুনি