আজকাল ওয়েবডেস্ক: বুধবার মাঝরাত।
মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। দেশবাসীর কাছে যিনি ‘ডিস্কো কিং’ নামেই বেশি পরিচিত। বুধবার সারাদিন তাঁর বাড়িতেই রাখা ছিল মরদেহ। সেখানে শ্রদ্ধা জানান অগণিত অনুরাগী, বিশিষ্টরা। অপেক্ষা ছিল ছেলে বাপ্পার। সপরিবারে বৃহস্পতিবার ভোরবেলা আমেরিকা থেকে ফিরেছেন তিনি। তার পরেই শেষযাত্রা শুরু।
জুহুর লাহিড়ী হাউসে প্রিয় বাপ্পিদাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন কুমার শানু, শান, কাজল, আলকা যাজ্ঞিক, রাকেশ রোশন, পুনম ধিলোঁ। আজ সকালে বের হয় ফুলে সাজানো গাড়ি। সামনে বাপ্পির বিশাল এক ছবি। ট্রাকের ভিতর দেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বিশিষ্ট থেকে ঘনিষ্ঠ পরিবারবর্গ। মেয়ে রিমা বারবার ভেঙে পড়েছেন কান্নায়। তাঁকে সামলে রেখেছেন আত্মীয়রা। রাস্তার দু’পাশে তখন অগণিত ভক্তরা দাঁড়িয়ে। উদ্দেশ্য, একবার অন্তত দেখবেন প্রিয় বাপ্পিদাকে। সেই ভিড় ঠেলেই এগিয়ে যায় গাড়ি।
ভিল পার্লের শ্মশানে ততক্ষণে ঢল নেমেছে বিশিষ্টদের। এসে পৌঁছেছেন আলকা যাজ্ঞিক, ইলা অরুণ। ধীরে ধীরে সেখানে পৌঁছে যান অভিনেতা বিদ্যা বালন, শক্তি কাপুর, রূপালি গাঙ্গুলি, বিন্দু দারা সিং, গায়ক অভিজিৎ, মিকা সিং, টি–সিরিজ–এর কর্তা ভূষণ কুমার। উপস্থিত সকলের চোখেই তখন জল। এত মানুষের মধ্যেও নৈশ্যব্দ। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্যেই মুখাগ্নি করলেন ছেলে বাপ্পা। জ্বলে উঠল চিতা। অসীমে বিলীন হয়ে গেল সুরকারের নশ্বর শরীর।
সোশাল সাইটে বাপ্পিকে শেষ শ্রদ্ধা জানাল কেকেআর–এর টিম, অভিনেতা অনুপম খের, প্রীতি জিন্টা, রীতেশ তিওয়ারি। সংবাদ মাধ্যমে শোক প্রকাশ করেছেন আশা ভোঁসলে। জানিয়েছে, দেখা করতে চেয়েছিলেন বাপ্পির সঙ্গে। কিন্তু করোনা আবহে ভয় পেয়েছিলেন। পাছে তাঁর থেকে সংক্রামিত হন সুরকার।
"Yaad aa rahi hai"...
— KolkataKnightRiders (@KKRiders) February 16, 2022
Yaad bahut aayegi. Thank you for the music. Your presence at Eden shall forever be cherished.
Rest in peace, Melody King #BappiDa 🙏 pic.twitter.com/NLdcDnbG1f
Mortal remains of veteran singer #BappiLahiri being carried to Vile Parle crematorium in Mumbai pic.twitter.com/H1X4TL1yEy
— ANI (@ANI) February 17, 2022
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল