Tollywood: বাণিজ্যিক ঘরানার বাইরে যাইনি, নুসরত-সোমরাজ মিষ্টি প্রেমের ছবিতেই জুটি বাঁধছেন: বাবা যাদব

নিজস্ব সংবাদদাতা: আবারও ক্যামেরার পিছনে বাবা যাদব।

বুধবারের টাটকা খবর, টাটকা জুটি নিয়ে ফিরছেন পরিচালক-নৃত্য পরিচালক। বাবার নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি। নায়ক-নায়িকা সোমরাজ মাইতি-নুসরত ফারিয়া। এ দিনই মহরৎ করলেন পরিচালক। প্রযোজনায় শ্যাডো ফিল্মস। ছবি সম্পর্কে সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে।

আরও পড়ুন: Tollywood: মামলায় জিতে গেলেন সত্যজিৎ রায়! ‘নায়ক’-এর গল্প, চিত্রনাট্য শুধু তাঁরই

এ বার কী ধরণের ছবি বানাতে চলেছেন বাবা? পরিচালকের উত্তর, ‘‘আমি বরাবর বাণিজ্যিক ঘরানার ছবি বানিয়ে অভ্যস্ত। এ বারেও সেই ধারার ছবিই বানাব। রোমান্টিক-কমেডি ঘরানার ছবি বানাতে চলেছি। বিনোদনের ভরপুর উপাদান থাকবে। এই প্রজন্মের গল্প বলবে।’’ সেই জন্যই নতুন জুটি তৈরির দিকে মনোযোগী তিনি। বাবার যুক্তি, একুশ শতকের প্রতিনিধি সোমরাজ। নুসরতের জৌলুস এবং অভিনয়- দুটোই দর্শকদের পছন্দ। সবার চোখের আরাম দিতেই এঁদের জুটি হিসেবে ভেবেছেন।

বাকি অভিনেতাদের নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি সঙ্গীত পরিচালকের নামও। সব ঠিক থাকলে শুট শুরু হবে অগস্টে। বাবা যাদব মানেই দুরন্ত নাচ। পরিচালনার পাশাপাশি নিজেই কোরিওগ্রাফি করবেন? নাকি নতুন কাউকে সুযোগ দেবেন? প্রশ্ন ছিল আজকাল ডট ইনের। দরাজ হাসির সঙ্গে পরিচালকের জবাব, ''যতই পরিচালনা করি, কোরিওগ্রাফি না করলে শান্তি পাই না।''  তাই ছবি পরিচালনার পাশাপাশি নৃত্যপরিচালনাও করবেন বাবা। বাড়তি পাওনা হিসেবে থাকবে বিদেশের চোখধাঁধাঁনো পরিবেশ। বাবার কথায়, ‘‘খুব ইচ্ছে রাশিয়া, ইতালি অথবা বুদাপেস্টে শুট করার।’’ পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনিই।

আকর্ষণীয় খবর