Salman Khan: ছোট রোল! সলমনের ‘কভি ইদ কভি দিওয়ালি’ থেকে সরে গেলেন আয়ুষ! 

আজকাল ওয়েবডেস্ক: সলমন খানের হাত ধরে এখনও পর্যন্ত অনেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন।

যে তালিকায় রয়েছে সল্লুর ছোট বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মার নামটিও। শুধু তাই নয়, পরিচিতিও পান সলমনের সূত্র ধরেই। আর এবার একটু মতবিরোধ হতে সেই সলমন খানের ছবি থেকেই বেরিয়ে গেলেন আয়ুষ?

আরও পড়ুন: এশীয়দের প্রতি বিদ্বেষ মোকাবিলায় বয় ব্যান্ড বিটিএস-এর সঙ্গে আলোচনায় বাইডেন!​ 


সলমনের পরের ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’তেও কাজ করছিলেন। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে মতের অমিলে সেই কাজই ছেড়ে দিলেন তিনি।
সিনেমার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কভি ইদ কভি দিওয়ালি-র টিম শুটিং শুরু করে দিয়েছিল। তারপর কিছু সমস্যা তৈরি হয় আয়ুষ এবং এসকেএফের মধ্যে। আর তার জেরেই নিজেকে সরিয়ে নেন তিনি।’
ওই সূত্র আরও জানিয়েছে, আয়ুষ নিজেই কাজ শুরু করে দিয়েছিলেন। এমনকী গোটা একটা দিন কাজও করেছিলেন। কিন্তু তারপর প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা তৈরি হয় আর তিনি ছেড়ে দেন। যদিও কোনওরকম ঝগড়ার খবর মানতে রাজি নন আয়ুষ। তাঁর সাফ কথা, ‘চরিত্রটি ছোট ছিল, তাই সরে গিয়েছি।’
 

আকর্ষণীয় খবর