Bollywood: ৬০-এ এসে ফের প্রেম! দ্বিতীয় বার সাতপাক ঘুরলেন আশিস বিদ্যার্থী

সংবাদ সংস্থা, মুম্বই: প্রেমের নির্দিষ্ট বয়স আছে? বলিউড বলছে, একেবারেই নেই।

টাটকা উদাহরণ আশিস বিদ্যার্থী। ৬০-এ এসে বৃহস্পতিবার তিনি আবারও সাতপাক ঘুরলেন। তাঁর দ্বিতীয় প্রেম অসমের রূপালি বড়ুয়া। এদিন অন্তরঙ্গ অনুষ্ঠানে আইনি এবং আনুষ্ঠানিক বিয়ে সারেন আশিস-রূপালি। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লি-সহ বহু আঞ্চলিক ভাষার অভিনেতার প্রথম বিয়ে প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজোশির সঙ্গে। অভিনেতার বর্তমান স্ত্রী গুয়াহাটির বাসিন্দা। কলকাতায় প্রথম সারির ডিজাইনার পোশাকের দোকান তাঁর।

আরও পড়ুন: Bollywood: কেন বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা? কী হয়েছিলে সে দিন শুটিং ফ্লোরে?

বিয়ের দিন দু’জনেই সাদা পোশাকে সেজেছিলেন। রূপালির পরনে নিজের রাজ্যের পোশাক, মেখলা। সাদা রঙের মেখলা চাদর, ব্লাউজে হরেক সুতোর কাজ। গায়ে সোনার ভারী গয়না। আশিস কেরলের বাসিন্দা। তাই তিনি পরেছিলেন সোনালি পাড় বসানো সাদা ‘মুণ্ডু’। প্রবীণত্বের দোরগোড়ায় পৌঁছে আশিস আবার নতুন জীবন শুরু করলেন। সে কথা স্বীকার করে নিয়েই সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে জীবন শুরু করলাম। অসাধারণ অনুভূতি। সকালে আইনি বিয়ে হয়েছে। সন্ধেয় ঘনিষ্ঠরা আসবেন।” কীভাবে দু’জনের আলাপ? রূপালির কথায়, "অনুষ্ঠানেই আলাপ। তারপর কথার বিনিময়। কিছুদিন আগে আমরা দেখা করি। ঠিক করি, বিয়ে করব। আমরা দু’জনেই চেয়েছিলাম, পারিবারিক অনুষ্ঠান করে বিয়েটা হবে।"

আশিস-রূপালির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনুরাগীরা। বিয়ের ছবি সামাজিক মাধ্যমে আসতেই শুভেচ্ছার বানভাসি। অভিনেতা বলিউডের একসময়ের দাপুটে খলনায়ক। একাধিক বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১১টি আঞ্চলিক ভাষায় কমবেশি ৩০০টি ছবি করেছেন।

আকর্ষণীয় খবর