আজকাল ওয়েবডেস্ক: ১১ জানুয়ারি মেয়ের জন্ম দিয়েছেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় সেই খবর দিয়েই বিরাট কোহলি আবেদন করেন, তাঁদের এবার একা থাকতে দেওয়া হোক। গোপনীয়তাকে সম্মান করা হোক।
এর পর থেকে অনুষ্কা–বিরাট বা সদ্যোজাতকে আর দেখা যায়নি। কোনও ছবিও প্রকাশিত হয়নি। অবশেষ সামনে এলেন বিরুষ্কা। মুম্বইয়ের খারের একটি ক্লিনিকের বাইরে দেখা গেল তাঁদের। পরনে জিনসের শার্ট আর ট্রাউজার। বিরাটের গায়ে কালো শার্ট আর ট্রাউজার। দু’জনের পায়েই সাদা স্নিকার্স।
উপস্থিত সংবাদিকদের দেখে হাতও নাড়েন দু’জনে। মুখে মাস্ক থাকলেও স্পষ্ট বোঝা যাচ্ছে, দু’জনের ঠোঁটে চওড়া হাসি। সদ্যোজাতকে নিয়ে যে দু’জনেই দারুণ খুশি, বলতে হয় না।