আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে চলচিত্রপ্রেমীরা আঁতকে উঠেছিলেন। পরিচালক অনুরাগ কাশ্যপ আর নেই? কিছু নেটিজেনের কাছে আবার খবরটা আনন্দের হয়ে উঠেছিল, কারণ তাঁদের সঙ্গে কাশ্যপের রাজনৈতিক মতবাদের পার্থক্য রয়েছে। নিরপেক্ষ মানুষেরা জিজ্ঞেস করছে, এটা কি আদৌ সত্যি? খবরে তো কিছুই দেখাচ্ছে না। সব নিয়ে হইহই পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়।
সোমবার সকালে কাউকে স্বস্তি দিয়ে, কাউকে নিরাশ করে ফিরলেন অনুরাগ কাশ্যপ। জানালেন, নিজের উপলব্ধির কথা। ‘কাল যমরাজের দর্শন পেলাম। আজ যমরাজ নিজেই বাড়িতে ছেড়ে গেলেন। বললেন, এখনও তো অনেক ছবি বানানো বাকি তোমার! তুমি ছবি না বানালে, আর বোকা/ভক্তরা সেই ছবি বয়কট না করলে তাদের জীবন যে সার্থক হবে না। তাই তাদের জীবনের সার্থকতাকে মাথা রেখে আমায় পৃথিবীতে ছেড়ে গেলেন তিনি।’ তারপর থেকেই টুইটারে হাসির রোল। ঘটনার সূত্রপাত হয়েছিল, কমল আর খানের একটি পোস্ট থেকে। যিনি একাধারে অভিনেতা, লেখক, প্রযোজক, সমালোচক... আরও কিছু যোগ হতে পারে ভবিষ্যতে। ভুয়ো খবর ছড়াতেও তিনি ওস্তাদ। কাশ্যপের ওপর রাগ থেকে মশকরা করে তিনি কিংবদন্তী পরিচালকের একটি ছবি দিয়ে লিখলে, ‘রেস্ট ইন পিস অনুরাগ কাশ্যপ। তিনি সত্যিই মহান গল্পকথক ছিলেন। আমরা আপনাকে মিস করব স্যর।’
कल यमराज के दर्शन हुए .. आज यमराज खुद घर वापस छोड़ के गए । बोले - अभी तो और फ़िल्में बनानी हैं तुम्हें । तुम फ़िल्म नहीं बनाओगे और बेवक़ूफ़/भक्त उसका boycott नहीं करेंगे , तो उनका जीवन सार्थक नहीं होगा। उनको सार्थकता मिले इसलिए वापस छोड़ गये मुझे। https://t.co/fHuZN6YQ5n
— Anurag Kashyap (@anuragkashyap72) September 14, 2020