আজকাল ওয়েবডেস্ক: নতুন সাফল্য 'বেলাশুরু'র।
প্রাপ্তির ঝুলিতে নয়া সংযোজন আমূলের বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন। প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং স্বাতীলেখা সেনগুপ্তকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ কার্টুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে আমূলের তরফ থেকে। 'বেলাশুরু' সিনেমায় দুই কিংবদন্তি অভিনেতার বিশেষ একটি দৃশ্য কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল নেট মাধ্যমে। আমূলের বিজ্ঞাপন দেখে আবেগে ভেসেছে আপামর বাঙালিও।
কার্টুনটি পোস্ট করে আমূলের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, 'এই বেলা কখনই শেষ হবে না। সৌমিত্র চ্যাটার্জি ও এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির কামব্যাক ছবি বেলাশুরু। ভারতীয় সিনেমায় এই প্রথমবার দুই মুখ্য চরিত্র আর বেঁচে নেই।'
২০১৫ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'বেলাশেষে'। এর সাত বছর পর শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। এর এক বছর পর ২০২১ সালে প্রয়াত হন স্বাতীলেখা সেনগুপ্ত। আমূলের এই বিশেষ শ্রদ্ধার্ঘ্য মন ছুঁয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। আমূলকে ধন্যবাদ জানিয়ে পরিচালক লিখেছেন, 'এর চেয়ে সুন্দর আর গর্বের মুহূর্ত আর হয় না!'
Mir Afsar Ali: এত বছরের 'জার্নি' শেষ! মির্চি ছাড়লেন মীর
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Thief In Kalighat: রথযাত্রার দিন কালীঘাটের এই বাড়িতে চুরি করতে এসেছিল চোর, তারপর যা হল...
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের