আজকাল ওয়েবডেস্ক: মাঝে সিঁথি। দু’দিকে চুলগুলো টানটান করে নীচে বিনুনি করা। সবুজ ফিতে দিয়ে বিনুনী বাঁধা। কপালে বড় লাল টিপ। দু’চোখে মোটা করে কাজল। এক হাতে সবুজ চুরি। সাদামাটা পোশাক আর পাশে টেবিলে একটা বন্দুক। ১৫ জানুয়ারি প্রকাশ্যে এল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে আলিয়ার লুক। হুসেন জায়েদির লেখা ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’– এর ওপর সঞ্জয়লীলা বনশালির নতুন ছবির কাজ শুরু হয়েছে গিয়েছে ডিসেম্বর ২০১৯– এই। আলিয়া ভাটের লুক দেখে মতোয়ারা দেশের দর্শক। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জীবনযুদ্ধকে পরিচালক সেলুলয়ডে আনছেন চলতি বছরেই। বেশ্যালয়ের কর্ত্রী গাঙ্গুবাই একজন দোর্দণ্ডপ্রতাপ মহিলা ছিলেন। অপরাধজগতে তাঁর বিশাল যোগাযোগের কারণে তাঁকে ডাকা হত ‘ম্যাডাম অফ কামাথিপুরা’ নামে।
বিংশ শতাব্দীর ষাটের দশকের এই প্রভাবশালী মহিলার ভূমিকায় অভিনয় করবেন একবিংশ শতাব্দীর কনিষ্ঠা সুপারস্টার আলিয়া। আলিয়ার প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিটি দেখার পর কেউ ভেবেছিল ‘হাইওয়ে’– তে ওরকম শক্তিশালী অভিনয় করতে পারেন বলে? তাই ইন্ডাস্ট্রির ‘কিউটি পাই’, ‘বেবি করিনা’ সবাইকে চমকে দিয়ে স্ক্রিন মাতিয়ে বেরিয়ে যাবেন বলেই ধারণা। আর তার ওপর যদি ‘ব্ল্যাক’ পরিচালক সঞ্জয়লীলা বনশালি মস্তিষ্কপ্রসূত হয়, তাহলে তো ছবি নিয়ে আশা ভরসা এতক্ষণে আকাশে উড়ে বেরানোর কথা। দেখা যাক, দর্শকদের আশাকে কতটা পূরণ করতে পারেন পরিচালক ও নায়িকা। তার জন্য সেপ্টেম্বরের ১১ অবধি অপেক্ষা করতে হবে।