Bollywood: ‘পাঠান’ মুক্তির আগে ভোলবদল? ছবির সাফল্য চেয়ে শাহরুখকে কী বললেন অজয়?

সংবাদসংস্থা, মুম্বই: ‘পাঠান’-মুক্তির আগেই ভোলবদল ‘ভোলা’র! নিজের ছবি ভোলার ‘টিজার’ মুক্তি পেল সোমবার।

সেই উপলক্ষে একটি ভিডিয়ো ঝলকে অজয় দেবগন ভূয়সী প্রশংসা করলেন শাহরুখ খানের! ‘পাঠান’-এর সাফল্য চেয়ে আন্তরিক শুভকামনাও জানিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে বলিউডে জোর শোর, এতদিনের শত্রুতা হঠাৎ করেই কি বদলে গেল বন্ধুত্বে। কাজলকে নিয়ে শাহরুখ-অজয়ের দ্বন্দ্ব কে না জানে? সেই দ্বন্দ্ব প্রতিবার ছায়া ফেলে তাঁদের ছবি-মুক্তিতেও। অলিখিত টক্কর ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যেও। সে সবই চলতি বছরে অতীত!

 

অজয়ের সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল। অভিনেতার বক্তব্য কানে পৌঁছেছে ‘বাদশা’ খানেরও। সঙ্গে সঙ্গে পাল্টা প্রশংসা করতে ভোলেননি শাহরুখও। সাংবাদমাধ্যমের কাছে তিনিও দরাজ গলায় বলেছেন, ‘‘গত কয়েক বছর ধরে অজয় আমার পরিবারের পরম বন্ধু হয়ে উঠেছেন। যেন ইতিবাচক শক্তির স্তম্ভ। ওঁর প্রশংসা, প্রার্থনা, শুভ কামনা আমাদের পরিবারের উপর গভীর প্রভাব ফেলে। ওঁর জন্যই যেন আমার পরিবারের এত ‘ভাল’ হচ্ছে।’’

@iamsrk Sir ajay devgn is very happy with the advance booking of pathaan !! Any words about him? His film #BholaaTeaser2 released today!! #AskSRK

pic.twitter.com/dFmP8PLR0I

— ᴴⁱⁿᵈᵘ ˢʰᵉʳ🚩 (@iYashh1) January 24, 2023

অবশ্য একা অজয় নয়, প্রায় গোটা বলিউড শাহরুখের পাশে। সবাই মন থেকে চাইছেন, চার বছর পরে অভিনেতার প্রত্যাবর্তন যেন সফল হয়। পাশাপাশি, বহু বিতর্কের মধ্যে দিয়ে গিয়ে ছবি-মুক্তির প্রাকমুহূর্তে উপস্থিত ছবিটি। পাঠান-এর ট্রেলার ইতিমধ্যেই হিট। গুপ্তচর শাহরুখের দেশভক্তি মুগ্ধ করেছে অনুরাগীদের। একই ভূমিকায় দীপিকা পাড়ুকোন অনবদ্য। তাঁর বিশেষ সাজ, নাচের দৃশ্য— তাপ ছড়িয়েছে ছবিতে। খলনায়কের ভূমিকায় যথারীতি মাতিয়ে দিয়েছেন জন আব্রাহাম।

আকর্ষণীয় খবর