Ananya Guha: শুটিংয়ে যাওয়ার পথেই বড় দুর্ঘটনা, অভিনেত্রী অনন্যার গাড়ির উপর ভেঙে পড়ল বড় গাছ

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল সকাল দুর্ঘটনার সম্মুখীন হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ।

'কৃষ্ণকলি' ধারাবাহিক খ্যাত অভিনেত্রীর গাড়ির উপর ভেঙে পড়ল বিশাল গাছ। গাড়িটির বিপুল ক্ষতি হলেও আপাতত সুস্থ আছেন অনন্যা। 

সূত্রের খবর, বৌবাজার থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অনন্যা। গাড়িতে ছিলেন অনন্যার বাবাও। এসপি মুখার্জি রোডের উপর দিয়ে যাওয়ার সময়েই আচমকা একটি বিশাল গাছ তাঁদের চলন্ত গাড়ির উপরে পড়ে যায়। ঘটনার পরেই ছুটে আসেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁরাই তড়িঘড়ি করে গাড়ি থেকে অনন্যা এবং তাঁর বাবাকে উদ্ধার করেন। দুর্ঘটনায় কোনও চোট পাননি তাঁরা। 

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। পুলিশের প্রাথমিক অনুমান, ঝড়বৃষ্টির কারণে গাছটির গোড়া আলগা হয়েই আচমকা ভেঙে পড়েছে রাস্তার উপরে। দুর্ঘটনার পরেই গাছটি পুরোপুরি কেটে সরিয়ে দেওয়া হয়। ফলে দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। ঘণ্টা খানেকের মধ্যেই আবার স্বাভাবিক হয় এলাকার পরিস্থিতি। 

আকর্ষণীয় খবর