Gossip: ‘বিদেশিনী’তে মজেছিলেন ‘বাবুসোনা’! তার জেরেই বিয়ে ভেঙে বেরিয়ে এলেন স্ত্রী?

নিজস্ব সংবাদদাতা: লন্ডনে ছবির শুট।

বৌকে এই ফাঁকে বিদেশে ঘোরানো হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি মারার তাল ছিল তাঁর। সেই সঙ্গে মনে মনে আরও অনেক কিছুই ভেবে রেখেছিলে। তাঁর ছক অনুযায়ীই সব কিছু চলছিল। নির্দিষ্ট দিনে বৌকে নিয়ে শুটিং স্টপে নায়ক। বিপরীতে স্বদেশি এবং বিদেশি নায়িকা। স্বদেশি নায়িকাকে নিয়ে গুঞ্জনের অন্ত নেই। কিন্তু বিদেশিনীও যে কম যান না, কে জানত? নায়ক জানতেন। তাই মার্কিন মুলুকে গিয়ে তাঁর সঙ্গে তুমুল পরকীয়া!

বিদেশিনী ছবিতে নায়কের দ্বিতীয় নায়িকা। সমান গুরুত্বপূর্ণ চরিত্র। ফলে, শট বুঝতে, রূপটান নিতে প্রতি পদেই আলাপ-আলোচনা। সেই ফাঁকে দু’জনে কুজনে! আরও কীর্তি আছে। সেটে নাকি শ্বেতাঙ্গিনীদের ছড়াছড়ি। নায়কের লম্বা, চওড়া চেহারা তাঁদের ভারী পছন্দ। টলিউডের প্রথম সারির পরিচালকের ছবিতে অভিনয় করে নায়ক জনপ্রিয়। যা তাঁর মুকুটের বাড়তি পালক। ‘বাবুসোনা’কে পায় কে? অভিনয়ের পাশাপাশি ভোগে ডুবেছেন। নায়ক বেসামাল হতেই কেচ্ছা ফাঁস। পুরোটা হাতেনাতে ধরে ফেললেন তাঁর স্ত্রী। বেগতিক দেখে ‘বিদেশিনী’ ভোল পাল্টে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। তিনি আবার আগের মতোই পরিচালক-প্রিয়া। মাঝখান থেকে শ্যাম এবং কুল— দুইই গেল নায়কের। রাগে অগ্নিশর্মা অভিনেত্রী স্ত্রী এরপরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। লন্ডনেই আলাদা হোটেলে উঠে গেলেন। দেশে ফিরে ফলাও করে বিচ্ছেদের খবর জানিয়ে দিলেন সামাজিক পাতায়।

সঙ্গে সঙ্গে হাঁসফাঁস করে উঠলেন নায়ক। ততক্ষণে সবটাই হাতের বাইরে। নিজের ইমেজ বদলাতে 'বাচ্চা বৌ'কে আজীবন সামলানোর প্রতিশ্রুতিও দিলেন। কিন্তু ভবি যে ভোলে না। তার উপরে তাঁর আচরণ নাকি ইদানিং অমানবিক। ছবির জনপ্রিয়তার কারণে অহঙ্কারে মটমট করছেন। এত ড্যামেজ কন্ট্রোল করেন কী করে! ওদিকে, স্বদেশি নায়িকার নাম জড়িয়ে গেল নায়কের সঙ্গে। যিনি আদৌ এ সবের মধ্যেই নেই। আপাতত সামাজিক পাতায় বিরহের কবিতা ভাগ করেই দিন কাটছে তাঁর। টলিপাড়ার কটাক্ষ, অভিনয়ে নিজেকে প্রমাণ করলেও শেষে প্রেমে অপরাজিত থাকতে পারলেন না নায়ক!

আকর্ষণীয় খবর