আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি আর ফুটবল, এ যেন এক অন্য আবেগ।
সেই আবেগেই ডুব দিলেন খোদ আমির খান। গোটা মুম্বই তখন তুমুল বৃষ্টিতে ভিজছে। এমন বাদল দিনে ঘরে বসে থাকতে ইচ্ছে করেনি তাঁর। ছেলে আজাদকে নিয়ে নেমে পড়েছেন ফ্ল্যাটের নীচে। সেখানেই চলল চুটিয়ে ফুটবল খেলা। পার্কিংয়ের এলাকায় রাখা গাড়ি। চারদিকে দাঁড়িয়ে রয়েছেন তাঁর দেহরক্ষীরা। সেখানেই বাবা-ছেলেকে ফুটবলে মজে থাকতে দেখা গেল।
আমির খান প্রোডাকশন হাউজের পেজে সেই মজার ভিডিওতে শেয়ার করা হয়েছে। আমিরের পরনে কালো টি শার্ট, প্যান্ট। আজাদের পরনেও কালো জামা, জিন্স। বৃষ্টিতে আপাদমস্তক ভিজে দু'জনে। পায়ে ফুটবল নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। এর মাঝেই গোল নিয়ে দু'জনের তর্কাতর্কি। আমির দাবি করেছেন, খেলাশেষে তিনি তিনটি গোল করেছেন। অন্যদিকে আজাদের বক্তব্য, বাবা মাত্র একটি গোল করেছেন! বাবা-ছেলের এই খুনসুটিও তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন নেট নাগরিকরা।
উল্লেখ্য, ইদানিং তুমুল ব্যস্ত আমির। আইপিএলের ফাইনালে আসন্ন ছবি 'লাল সিং চড্ডা'র ট্রেলার মুক্তি পেয়েছিল। সেই ছবির প্রচারে বেজায় ব্যস্ত তিনি। ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। এমন ব্যস্ততার মাঝেও আজাদের সঙ্গে বৃষ্টিদিন উপভোগ করলেন তিনি। তাবড় অভিনেতা সাধারণের মতোই ফুটবল খেলায় মেতে উঠলেন। বিষয়টি নজর কেড়েছে নেট নাগরিকদের।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের