আজকাল ওয়েবডেস্ক: ‘শুধু মনের জানলাগুলো খুলে দিয়ে বসে আছি। যাতে আলো আর বাতাস ঢুকে মনটাকে তাজা রাখে।’ মনের মধ্যে একটা শিহরণ জাগে না এই সংলাপগুলো শুনলে? ‘সোনার কেল্লা!’ বা ধরে নিন, ‘একজন ফিল্ম অ্যাক্টর পাপেট ছাড়া কিছুই নয়।’ সেই ‘নায়ক’। মনে হচ্ছে, অনেকদিন দেখা হয়নি তাই না? টিভিতে তো আজকাল এসব সিনেমা তেমন দেখায় না। দেখতে হলে ইন্টারনেট দিয়ে ডাউনলোড করা। তাও ঝক্কি। ডাউনলোড করার জন্য চাই সঠিক সাইট। তার ওপরে আবার যদি সিনেমাটা সেই সাইটেই না থাকে। এতদিন আগেকার অ্যাসেট! আর্কাইভের পরিস্থিতি তো তেমন ভাল না। কিন্তু আর পরোয়া নয়! এবারে ওটিটি প্ল্যাটফর্ম সেই দায়িত্বটি নিয়ে ফেলেছে। ‘জি ফাইভ’–এর প্রিমিয়ামে সাবস্ক্রাইব করলে আপনি সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি ছবি দেখতে পারবেন। তাও আবার ঝকঝকে! ‘সোনার কেল্লা’, ‘নায়ক’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘কাপুরুষ’, ‘মহাপুরুষ’, ‘চারুলতা’, ‘হীরক রাজার দেশে’, ‘মহানগর’। বাঙালিদেরও কোনও চিন্তা নেই। ইংরেজি সাবটাইটেল সহ দেখতে পাওয়া যাবে বাংলার এই স্বর্ণযুগের ছবিগুলি।
#PSA
— CinemaRare (@CinemaRareIN) September 15, 2020
A number of #SatyajitRay films are now streaming on @ZEE5Premium (with English subs)#Mahanagar (1963)#Charulata (1964)#Kapurush (1965)#Mahapurush (1965)#Nayak (1966)#SonarKella (1974)#JoiBabaFelunath (1979)#HirakRajarDeshe (1980) pic.twitter.com/IbuzvlbOee