আজকাল ওয়েবডেস্ক: প্রায় এক বছর পর প্রকাশিত হল টেট পরীক্ষার ফল।
উত্তীর্ণ হলেন প্রায় ১০ হাজার পড়ুয়া। পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০১৭ সালের প্রাথমিক টেটের জন্য আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন প্রার্থী। তাঁদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন। বিভিন্ন কারণে পরীক্ষা বাতিল হয় ১২ জনের। ২০২১-এর ৩১ জানুয়ারিতে হওয়া পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৮৯ হাজার ৫১৪ জন। আর তাঁদের মধ্যেই উত্তীর্ণ হলেন ৯ হাজার ৮৯৬ জন।
টেটের রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন
আইনি জটিলতা এড়াতে একটু সময় নিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানান পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি বলেন, ‘কোর্টে আমাদের অভিজ্ঞতা রয়েছে। পরীক্ষার ফলের পর প্রার্থীরা কোর্টে গিয়ে বলেছেন এই প্রশ্নের উত্তরটা ঠিক ছিল, এটা ভুল ছিল। তাই স্বচ্ছ, জটিলতামুক্ত এবং ত্রুটিমুক্ত রেজাল্ট বের করার পরিকল্পনা ছিল আমাদের। তাই একটু সময় নিয়ে প্রথমে খসরা বের করেছি, মতামত গ্রহণ করেছি এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। তারপর এই চূড়ান্ত ফল প্রকাশ করেছি।’ এর সঙ্গেই তিনি বলেন, ‘টেট পরীক্ষার সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই। এটি একটি টিচার এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগে আবেদন করার যোগ্য হবেন।’
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় প্রবেশে কঠোর নিয়ম হাইকোর্টের, নতুন কমিটিতে নেই শুভেন্দু
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান