আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞ কমিটির কাছে থেকে রিপোর্ট চেয়েছিল রাজ্য সরকার।
আর এবার সাধারণ মানুষের কাছে মতামত জানতে চাইল রাজ্য। সোমবার বেলা ২ টোর মধ্যে রাজ্যের সাধারণ মানুষ ও অভিভাবকদের কাছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা করা উচিত কিনা বা পরীক্ষা হলেও কীভাবে করা উচিত তা জানতে চাইল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সাধারণ মানুষ ইমেলের মাধ্যমে তাঁদের বক্তব্য সরাসরি পাঠাতে পারবেন। ইমেলগুলি হল- pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com, wbssed@gmail.com
প্রসঙ্গত, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে বিশেষজ্ঞ কমিটি তাদের সুপারিশ ইতিমধ্যেই রাজ্যের কাছে জমা দিয়েছে। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা করতে চাইছে না বিশেষজ্ঞ কমিটি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তবে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটির তরফে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ। এরপরই স্কুল শিক্ষা দপ্তরের সচিব মনীশ জৈন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে ফোন করে সিবিএসই এবং আইসিএসই বোর্ড সুপ্রিমকোর্টে দ্বাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ন নিয়ে কী জানায় সেই দিকে নজর রাখতে বলেন। তা থেকে স্পষ্ট, স্কুল শিক্ষা দপ্তর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অনলাইনে পদ্ধতিতে তেমনটা রাজি নয়। আর এরপরই আজ সাধারণ মানুষ, অভিভাবকরা কী ভাবছেন তা জানতে তাদের পরামর্শ ও মতামত নিতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের